অসম সাহিত্য সভার নতুন সভাপতি সদ্যপ্রাক্তন ডিজিপি কুলধর শইকিয়া

< 1 - মিনিট |

অসম সাহিত্য সভার অধিবেশনে বিশিষ্ট সাহিত্যিক তথা প্রাক্তন দুঁদে পুলিশ অফিসার কুলধর শইকিয়া সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাহিত্য সভার উপ-সভাপতি পদে নিৰ্বাচিত হয়েছেন রাজ্যের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার মা মৃণালিনী দেবী।

কে আর সি টাইমস ডেস্ক

অসম সাহিত্য সভার নতুন সভাপতি নিৰ্বাচিত হয়েছেন রাজ্যের সদ্যপ্রাক্তন পুলিশ-প্রধান কুলধর শইকিয়া। বৃহস্পতিবার হোজাইয়ে অসম সাহিত্য সভার অধিবেশনে বিশিষ্ট সাহিত্যিক তথা প্রাক্তন দুঁদে পুলিশ অফিসার কুলধর শইকিয়া সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সাহিত্য সভার উপ-সভাপতি পদে নিৰ্বাচিত হয়েছেন রাজ্যের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার মা মৃণালিনী দেবী। 

সাহিত্য সভার নিৰ্বাচন কমিটি আজ রাতে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে, কুলধর শইকিয়া ২৫৯টি ভোট পেয়ে সভাপতি নিৰ্বাচিত হয়েছেন। অসম সাহিত্য সভার সভাপতি পদের জন্য মোট সাতজন প্ৰাৰ্থী প্ৰতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁরা যথাক্ৰমে সূৰ্য হাজরিকা, প্ৰহ্লাদচন্দ্ৰ তাসা, ড. বসন্তকুমার গোস্বামী, ড. করবী ডেকা হাজরিকা, ড. জয়শ্ৰী গোস্বামী মহন্ত এবং পখিলা কলিতা। নিৰ্বাচন সমিতি জানিয়েছে ৬৩৪টি ভোটের মধ্যে ১৫টি অগ্ৰাহ্য হয়েছে। ৬১৯টি ভোটের গণনা করা হয়।

সভাপতি পদপ্রার্থীদের মধ্যে কুলধর শইকিয়া ২৬৯, সূৰ্য হাজরিকাই ৭০, প্ৰহ্লাদচন্দ্ৰ তাসা ৮৮, ড. বসন্ত কুমার গোস্বামী ৪৬, ড. করবী ডেকা হাজরিকা ৭৫, ড. জয়শ্ৰী গোস্বামী মহন্ত ৬৯ এবং পখিলা কলিতা একটি ভোটও পাননি। এছাড়া অসম সাহিত্য সভার উপ-সভাপতি হিসেবে নিৰ্বাচিত হয়েছে রাজ্যের মন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মার মা মৃণালিনী দেবী। উপ-সভাপতি পদে মোট চার প্ৰাৰ্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাঁদের মধ্যে মৃণালিনী দেবী সৰ্বাধিক ৩০৮টি ভোট পেয়েছেন। বাকি প্ৰাৰ্থীরা যথাক্ৰমে পদুমী গগৈ ৯৬, ড. বসন্তকুমার শৰ্মা ১৫২ এবং রতিমোহন নাথ ৬৩টি ভোট পেয়েছেন। অন্যদিকে প্ৰধান সম্পাদক হিসেবে সৰ্বাধিক ৩২৩টি ভোট পেয়ে নিৰ্বাচিত হয়েছে যাদব শৰ্মা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news