নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ( আইআইএম )-এর দ্বিতীয় ক্যাম্পাসের জন্য পাঁচ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একথা ঘোষণা করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
নিউটাউনে এই পাঁচ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার পক্ষ থেকে। ১৯৬১-র নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকার, স্থানীয় কিছু সম্পন্ন বনিক, এমআইটি এবং ও ফোর্ড ফাউন্ডেশনের সহযোগিতায় কলকাতায় তৈরি হয় ভারতের প্রথম আইআইএম। প্রথমে এটি ছিল বিটি রোডের এমারেল্ড বাওয়ারে। ১৯৬৮-র ১৫ ডিসেম্বর জোকায় নয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী মোরারজি দেশাই। ১৯৮৫-এ আইআইএম সেখানে স্থানান্তরিত হয়।
এর আগে যাদবপুর, কলকাতা, প্রেসিডেন্সি ও সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়কে নিউ টাউনে জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি, ডুমুরজলা স্পোর্টস সিটিতে সিএবি’কে স্টেডিয়াম তৈরির জন্য ১৪ একর জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে এ দিন জানান অর্থমন্ত্রী। এছাড়াও, রাজ্যের অনগ্রসর শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা।এদিন নবান্নে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যের পিছিয়ে পড়া শিশুদের বার্ষিক ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছ। এতদিন পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ৭৫০ টাকা করে ভাতা দেওয়া হত। সেই ভাতা বাড়িয়ে বার্ষিক ৮০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকেই এই ভাতা দেওয়া হবে।