৫৮৪ পয়েন্ট এবং ২৯ টি শটে প্রতিপক্ষকে ফাইনালে পর্যদুস্ত করলেন ভানওয়ালা। ফাইনালে পৌঁছেছিলেন আরও দুই ভারতীয়। একজন আদর্শ সিং এবং আর একজন আগ্নেয় কৌশিক। ১৭ পয়েন্ট স্কোর করে চতুর্থ স্থানে রয়েছেন আদর্শ
বিশ্ব মঞ্চে ভারতীয়দের জয়জয়কার। একের পর এক সোনা জিতেই চলেছেন ভারতীয়রা। এবার আইএসএসএফ-র জুনিয়র বিশ্বকাপে বাজিমাত করলেন আর এক ভারতীয়। বুধবার জার্মানির সুলে আয়োজিত ২৫ মিটার পিস্তলে ব়্যাপিড ফায়ার প্রতিযোগিতায় সোনা জিতলেন দেশের অনীশ ভানওয়ালা ।
৫৮৪ পয়েন্ট এবং ২৯ টি শটে প্রতিপক্ষকে ফাইনালে পর্যদুস্ত করলেন ভানওয়ালা। ফাইনালে পৌঁছেছিলেন আরও দুই ভারতীয়। একজন আদর্শ সিং এবং আর একজন আগ্নেয় কৌশিক। ১৭ পয়েন্ট স্কোর করে চতুর্থ স্থানে রয়েছেন আদর্শ। অন্যদিকে ৯ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে নিজের জায়গা পাকা করে নিয়েছেন আগ্নেয় কৌশিক। রাশিয়ার এগোর ইসমাকোভ এই বিগ ইভেন্টে ২৩ পয়েন্ট পেয়ে সিলভার মেডেল জয় করেছেন। আর জার্মানির ফ্লোরিয়ান পিটার ১৯ পয়েন্ট সংগ্রহ করে পেয়ে গিয়েছেন ব্রোঞ্জ পদক।
এই টুর্নামেন্টেই ভারতের সংগ্রহে এখনও অবধি রয়েছে আটটি সোনা। রয়েছে সাতটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ পদক। তবে এই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে প্রথমবার স্বর্ণপদক জয় করেছিলেন অনীশ ভানওয়ালা। এদিন রাশিয়ার এগোর ইসমাকোভকে ৬ পয়েন্টে হারিয়ে নিজের দেশে সোনা নিয়ে আসার পথ সুনিশ্চিত করেছেন ভানওয়ালা।