এই ঘটনায় গোটা কুমারঘাট মহাকুমা সুখের ছায়া নেমে এসেছে
আগরতলা : এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কুমারঘাট রথযাত্রা করতে গিয়ে রথের গাড়ির বিদ্যুতের কুমারঘাট আগরতলা জাতীয় সড়কের উপরে বিদ্যুতের তারের সাথে লেগে রথযাত্রার গাড়িতে থাকা 15 জন লোকের মর্মান্তিক মৃত্যু ঘটে। রথযাত্রার থাকা পনেরো একজনের মৃত্যু দহ বর্তমানে কুমারঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় গোটা কুমারঘাট মহাকুমা সুখের ছায়া নেমে এসেছে।