এদিন আপনার স্থায়ী অফিসের উদ্বোধন হলো তারাপুরের এ এন ডি কলোনির মোড়ে
শিলচর : আগামী পঞ্চায়েত নির্বাচনে আম আদমি পার্টি একাই লড়বে। এ কথা ঘোষণা করেন আম আদমি পার্টির আসাম রাজ্য সংগঠক জয়ন্ত শইকিয়া। আজ শিলচরে আম আদমি পার্টির স্থায়ী অফিস উদ্ভাবন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, লোকসভা নির্বাচনে আম আদমি পার্টি ইন্ডিয়া জুটির প্রার্থীকে সমর্থন করবে।
কিন্তু পঞ্চায়েত নির্বাচনে কোন ধরনের সমঝোতা হচ্ছে না এখানে একাই লড়বে ও প্রার্থী দেবে । উপস্থিত আসাম রাজ্যের দায়িত্বপ্রাপ্ত প্রভারি দীনবন্ধু রোয়াং । তিনি বলেন সারা দেশব্যাপী যে জোট গঠিত হয়েছে সেই জোটের পক্ষেই আপ আসামে তার কাজ করে যাবে। অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রার্থীদের তারা সমর্থন জানাবে।
এদিন আপনার স্থায়ী অফিসের উদ্বোধন হলো তারাপুরের এ এন ডি কলোনির মোড়ে। আপনার কাছের জেলা কমিটির কার্যকারী সভাপতি শুভ্রাংশু শেখর নাথ বলেন, তিনি আপেল স্থায়ী অফিসের জমি দান করবেন। কাছার জেলায় আপের সংগঠন দ্রুত বিস্তার লাভ করবে বলে মন্তব্য করেন দলের জেলা সভাপতি দেবাশীষ চক্রবর্তী। একদিন অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন আপের শিলচর ও সোনায়ের দায়িত্বপ্রাপ্ত কর্ডিনেটর দেবাশীষ দেব ও অন্যান্যরা। সবায় বিভিন্ন বক্তা আপকে কাছাড়ে শক্তিশালী করার আহ্বান জানান।
KRC TIMES| Promotional