মেরামতির কারণে আগামী ১২ জুন রানিকুঠি, লায়েলকা, চেতলা, গল্ফগ্রিন, গড়ফা সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ
মেরামতির কারণে ফের বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার জল সরবরাহ। আগামী ১২ জুন রানিকুঠি, লায়েলকা, চেতলা, গল্ফগ্রিন, গড়ফা সহ দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় বন্ধ থাকবে জল সরবরাহ। মাঝেরহাট সেতু মেরামতির কারণেই বন্ধ থাকবে জল সরবরাহ| শনিবার এমনটাই জানান মেয়র ফিরহাদ হাকিম|
এদিন মেয়র জানান, “মাঝেরহাট সেতুর যেখানে মেরামতির কাজ হবে ঠিক তার নিচে গার্ডেনরিচের পাম্পিং স্টেশনের মূল লাইনটি রয়েছে| তাই ঐদিন আমরা কিছু এলাকার জল বন্ধ রাখব|” যত তাড়াতাড়ি সম্ভব ওই জলের লাইন সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি| যার জেরে ১২ তারিখ সকাল ১০টার পর জল সরবরাহ বন্ধ থাকবে এই এলাকাগুলিতে। ১৩ তারিখ আবার স্বাভাবিক হবে জল সরবরাহ। যদিও বেহালা, নিউ আলিপুর সংলগ্ন অঞ্চলে জলের সরবরাহ স্বাভাবিক থাকবে|