সাংবাদিকতা ও সমাজ সেবার জন্য এই সম্বর্ধনা দিচ্ছে মাতৃকথা ও পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ
শিলচর -আগামী রবিবার ২৪ শে সেপ্টেম্বর বিকাল ৩ টায় শিলচর জেলা পরিষদ হলে সমাজ সেবা ও সাংবাদিকতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সোসিয়াল এক্টিভিস্ট ও বরিষ্ঠ সাংবাদিক হারাণ দেকে সম্বর্ধনা জানানো হবে। এই অনুষ্ঠানে সাপ্তাহিক পত্রিকা মাতৃকথা – র প্রথম সংখ্যারও ‘ আবরণ উন্মোচন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুগশঙখ পত্রিকা গোষ্ঠীর কর্ণধার শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ নাথ এবং এতে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারাণ দে । অনুষ্ঠান টিতে মূখ্য বক্তা হিসেবে সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী এবং বিশিষ্ট অতিথি হিসেবে মাননীয় বিধায়ক দ্বয় কৌশিক রাই ও দীপায়ন চক্রবর্তী উপস্থিত থাকবেন।।
এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে রাজ্য বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী ভাষন দেবেন।মাতৃকথার উদ্যোগে এবং পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের সহযোগিতা য় অনুষ্ঠেয় উপরোক্ত কার্য সূচী তে উপস্থিত থাকতে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিপ্লব পাল চৌধুরী সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
KRC TIMES | Promotional