আগামী ১৮নভেম্বর থেকে অনুষ্ঠেয় শিলচর বই মেলার প্রস্তুতি পর্যালোচনা

< 1 - মিনিট |

শহরের বিপিনপাল সভা স্থলে ব ই মেলা চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর – শিলচরে আগামী ১৮ নভেম্বর থেকে অনুষ্ঠেয় বই মেলার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে রবিবার সুভাষ নগরস্থ কার্যালয়ে শিলচর ব ই মেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। শিলচর বই মেলা কমিটির চেয়ারম্যান হারাণ দের পৌরোহিত্যে আয়োজিত এই সভায় কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী জানান যে বই মেলা আগামী ১৮ নভেম্বর থেকে বিপিন পাল সভা স্থলে আরম্ভ হবে এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। এই বই মেলা য় তারা বই কিনবেন তাঁরা ১৫: শতাংশ ছাড় পাবেন বলে তিনি জানান।

এই বৈঠকে আরো জানানো হয় যে শিলচর বই মেলা য় যোগদান করার উদ্দেশ্যে কলকাতা ও বাংলাদেশ সহ বিভিন্ন স্থানের পুস্তক প্রতিষ্ঠানের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। শিলচর বই মেলার রবিবারের এই সভায় কমিটির কার্যকরী সভাপতি আব্দুল হাই লস্কর ও সহকারী সাধারণ সম্পাদক গৌতম তালুকদার সহ শুক্লা ভট্টাচার্য, বারীন্দ্র কুমার দাস সুবীর ভট্টাচার্য, এনাম উদ্দিন তাপস কর , পান্না লাল চক্রবর্তী ও গোষ্ঠ লাল দাস বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *