উদ্বোধন করলেন পিআইবির অতিরিক্ত ডিজি জানে নামচো
শিলচর : আজাদী কি অমৃত কার্যসূচি পালনের অঙ্গ হিসেবে শুক্রবার প্রেস ইনফরমেশন বুরোর উদ্যোগে একটি বার্তা লাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটির উদ্বোধন করেন প্রেস ইনফরমেশন বুরোর অতিরিক্ত ডিরেক্টর জেনারেল শ্রীমতী জানে নামচো। সঙ্গে ছিলেন সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী,বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে এবং পিআইবি অফিসার প্রনব নাথ। উদ্বোধনী অনুষ্ঠান টি পরিচালনা করেন পরমা বন্দোপাধ্যায়।