আতঙ্ক কেন, মুসলিমদের কোথাও সরাচ্ছে না ভারত: তসলিমা নাসরিন

< 1 - মিনিট |

টুইট করে শান্ত হওয়ার বার্তা দিলেন তসলিমা নাসরিন।

কে আর সি টাইমস ডেস্ক

গোটা উত্তর-পূর্বের পরিস্থিতি এখনও অশান্ত। ক্ষোভের আগুনে জ্বলছে অসম, নেমেছে সেনা। বন্ধ ইন্টারনেট। এই পরিস্থিতিতে টুইট করে শান্ত হওয়ার বার্তা দিলেন তসলিমা নাসরিন। টুইটারে বিশিষ্ট সাহিত্যিক ও লেখক তসলিমা নাসরিন লিখেছেন, ‘আতঙ্কের কি আছে? ভারত নিজের দেশের মুসলিমদের অন্য কোথাও সরাচ্ছে না। এটা শুধুই অবৈধ শরণার্থীদের ব্যাপার। এমনকি উদার পশ্চিমও নিজের দেশে মুসলিমদের গ্রহণ করতে আপত্তি জানায়। আমরা জানি কেন…।’ শুক্রবার সকালে অপর একটি টুইটে তসলিমা নাসরিন লিখেছেন, ‘আমি বাংলাদেশ থেকে ভারতে আসিনি। আমি সুইডেন থেকে ভারতে এসেছি। আমি ভেবেছিলাম ভারত থাকার পক্ষে ভালো জায়গা। আর এখনও তাই বিশ্বাস করি। অনেক হিন্দুই যাঁরা ইউরোপে থাকেন, তাঁরা আমার মতো ভাবনা চিন্তা করেন না। দেশ তাঁদেরই হওয়া উচিত যাঁরা সেই দেশকে ভালোবাসে।’  প্রসঙ্গত, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্বাক্ষরের পর আইনে পরিণত হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। এই বিলকে নিয়েই ক্ষোভে ফুঁসছে অসম-সহ গোটা উত্তর-পূর্ব। জারি করা হয়েছে কারফিউ, ইন্টারনেট পরিষেবাও বন্ধ। এমতাবস্থায় শান্ত হওয়ার আবেদন রাখলেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news