আনারসের পাশাপাশি এবার ত্রিপুরা থেকে প্রথমবারের মতো লেবু রফতানি হয়েছে
আনারসের পাশাপাশি এবার ত্রিপুরা থেকে প্রথমবারের মতো লেবু রফতানি হয়েছে। ধলাই জেলার অন্তর্গত বিলাসছড়া এলাকার চাষিদের বাগান থেকে লেবু রফতানি করা হয়েছে।
ত্রিপুরা সরকারের কৃষি দফতরের অন্তর্গত উদ্যান বিভাগের সহ-অধিকর্তা ড. দীপক বৈদ্য আজ মঙ্গলবার হিন্দুস্থান সমাচার-কে জানান, গতকাল প্রথম পর্যায়ে মোট ১৫ মেট্রিকটন লেবু রফতানি করা হয়েছে। সব মিলিয়ে এই চালানে মোট ১ লাখ ৫০ হাজার লেবু রয়েছে। সবকটি লেবু ‘কাগজি’ প্রজাতির, স্থানীয় ভাষায় এগুলিকে আসামি লেবু বলা হয়ে থাকে। প্রতিটি লেবু চাষিদের কাছ থেকে ৭০ পয়সা করে কিনেছেন ক্রেতা।
ড. দীপক বৈদ্য আরও জানান, এই লেবুগুলি খুব রসাল হয়। দিল্লির একটি খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান লেবুগুলি কিনে নিয়ে গিয়েছে। এগুলি দিয়ে পানীয় তৈরি করা হবে। লেবুর গুণগত মান বজায় রাখতে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রাকে করে সড়কপথে সেগুলি দিল্লিতে পাঠানো হয়েছে। রাজ্য থেকে লেবু রফতানি হওয়ায় চাষিরা খুব খুশি। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেন, প্রতি বছর রাজ্যের লেবু চাষিদের উৎপাদিত লেবুর একটা বড় অংশ বাগানেই পচে নষ্ট হয়। ফলে চাষিদের ক্ষতির সম্মুখিন হতে হতো। রাজ্যের চাহিদার তুলনায় বেশি লেবু উৎপাদিত হওয়ার কারণে এটা হচ্ছিল। বিশেষ করে ধলাই, খোয়াই ও ঊনকোটি জেলার বিভিন্ন এলাকায় প্রচুর পরিমাণে লেবু চাষ হয়। উদ্যান বিভাগের সহ-অধিকর্তা জানান, আগামী দিনে আরও বেশি লেবু রফতানির পরিকল্পনা রয়েছে তাঁদের। বলেন, ত্রিপুরায় বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার আসার পর রাজ্যের উৎপাদিত ফল রফতানিতে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এবং এতে সাফল্যও আসছে।