আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবসে টুইট বার্তা মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

আজ ২৬ জুন, ‘আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবস’ । বুধবার এই বিশেষ দিনে রাজ্যবাসীর উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কে আর সি টাইমস ডেস্ক

আজ ২৬ জুন, ‘আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবস’ । বুধবার এই বিশেষ দিনে রাজ্যবাসীর উদ্দেশ্যে সচেতনতার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইটের মাধ্যমে এই পাঠান মুখ্যমন্ত্রী ।
এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবস । মাদক ও পাচারের থেকে দূরে থাকুন, সুস্থ জীবন ও সুস্থ সমাজ গড়ে তুলুন ।”
১৯৮৭ সালের ২৬ জুন দিনটিকে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ‘আন্তর্জাতিক মাদক ও অবৈধ মানুষ পাচার বিরোধী দিবস’ বলে ঘোষণা করে । ১৯৮৭ সালের ৪২তম অধিবেশনে, পৃথিবীকে মাদকের ভয়বহ প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে, প্রতিবছর ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয় ।
মাদক সমস্যা ও মানুষ পাচার সমস্যা পারিবারিক ক্ষেত্র থেকে ছড়িয়ে পড়ছে সমাজের গন্ডিতে । শেষ পর্যন্ত সেটা রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হয় । মাদকের বিভীষিকাময় থাবা থেকে বাঁচতে এবং সবাইকে সচেতন করতে ২৬ জুন পালিত হয় বিশ্ব মাদকমুক্ত দিবস । এই দিবসটিকে আরো বলা হয় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এবং ওষুধের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news