আন্দামান ও নিকোবর দ্বীপে ভূমিকম্প

< 1 - মিনিট |

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯

কে আর সি টাইমস ডেস্ক

মাঝারি ভূমিকম্প  আন্দামান ও নিকোবর দ্বীপে। দিগলিপুর থেকে ১০৮ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে আজ দুপুর ১২টা ৪৩ মিনিটে ভূমিকম্প হয়েছে।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯।

ভূমিকম্পের গভীরতা মাটির ১০ কিমি নিচে ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

Advertisement

যে শিক্ষার্থীরা তাদের নিবন্ধ, ভিডিও কনটেন্ট, ফটোগ্রাফ ইত্যাদি স্টুডেন্টস কর্নার সেগমেন্টে ( সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণের সাপেক্ষে ) প্রকাশ করতে আগ্রহী, লিখতে পারেন,: Email; krctimes@gmail.com

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news