আরও সস্তা পেট্রোল-ডিজেল, ভোটের বাজারে স্বস্তিতে সাধারণ মানুষ

< 1 - মিনিট |

দিন দিন ক্রমশই সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল। বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। মঙ্গলবার ফের সস্তা হল পেট্রোল-ডিজেল

কে আর সি টাইমস ডেস্ক

দিন দিন ক্রমশই সস্তা হচ্ছে পেট্রোল-ডিজেল। বিশ্ব বাজারে তেল সস্তা হওয়ার জেরে পেট্রোল-ডিজেলের দর কমছেই। মঙ্গলবার ফের সস্তা হল পেট্রোল-ডিজেল। সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে মঙ্গলবার রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে সস্তা হয়েছে পেট্রোল-ডিজেলের দর। মধ্যরাত থেকে নয়াদিল্লিকলকাতামুম্বই ও চেন্নাইযথাক্রমে এই চারটি মেট্রো সিটি-সহ দেশের সমস্ত শহরে সস্তা হয়েছে পেট্রোল ও ডিজেল। নয়াদিল্লিকলকাতামুম্বই ও চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে যথাক্রমে০.২৫ পয়সা (নয়াদিল্লি)০.২৫ পয়সা (কলকাতা),০.২৫ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে ০.২৫ পয়সাপাশাপাশি উপরোক্ত চারটি মেট্রো সিটিতে ডিজেলের দাম কমেছে যথাক্রমে০.১২ পয়সা (নয়াদিল্লি)০.১২ পয়সা (কলকাতা)০.১৩ পয়সা (মুম্বই) এবং চেন্নাইয়ে ডিজেলের দাম কমেছে ০.১৩ পয়সামঙ্গলবার নয়াদিল্লি-সহ চারটি মেট্রো সিটিতে পেট্রোলের দাম কমে হয়েছে৭১.১৮ টাকা প্রতি লিটার দিল্লিতে০.২৫ পয়সা কমার পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হল ৭৩.২৫মুম্বইয়ে পেট্রোলের দাম কমে হয়েছে ৭৬.৭৯ টাকা এবং চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল,৭৩.৮৮পাশাপাশি চারটি মেট্রো সিটিতে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে৬৫.৮৬ (নয়াদিল্লি)৬৭.৬১ (কলকাতা)৬৯.০০ (মুম্বই) এবং চেন্নাইয়ে লিটার প্রতি ডিজেলের দাম কমে হয়েছে ৬৯.৬১ টাকাপ্রসঙ্গতজ্বালানি তেলের দর লাগাতার কমতে থাকায় রীতিমতো স্বস্তিতে আমজনতা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news