“আরোগ্য শিলচর” এর অধীনে আজ প্রথম দিনে ৬ হাজারের বেশী লোককে ভ্যাক্সিন

< 1 - মিনিট |

শিলচর শহরে সপ্তাহব্যাপী কোভিড ভ্যাক্সিনে ব্যাপক সাড়া পড়েছে । ভ্যাকসিন দেওয়ার প্রথম দিনে শুক্রবার ৬ হাজারের বেশী ১৮বছরের ঊর্ধ্বের নাগরিককে কোভিশিল্ড দেওয়া হয়েছে।

KRC Times Desk

শহরের পাবলিক হাইয়ার সেকেন্ডারি স্কুলে জেলাশাসক কীর্তি জল্লি শুক্রবার সকালে প্রশাসনের আরোগ্য শিলচর প্রকল্প নামে ভ্যাকসিন দেওয়ার এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের সিইও এলডেড ফারহিন এডিসি যুগলকিশোর রাজবংশী স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক বিমল জ্যোতি শিকদার অংশ নেন। এর আগে ভোর পাঁচটা থেকে সতীন্দ্র মোহন সিভিল হাসপাতালে জেলাশাসক সংশ্লিষ্ট সব অফিসারদেরকে নিয়ে শহরের এই সপ্তাহব্যাপী ভ্যাকসিন প্রধান অভিযানের কাজকর্ম খতিয়ে দেখেন। উল্লেখ্য আগামী ১০জুন পর্যন্ত শহরের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮বছরের উর্ধ্বে নাগরিকদেরকে কোভিডের ভ্যাকসিন দেওয়া হবে।




এই কেন্দ্রগুলো হলো কাছাড় হাইস্কুল ,মালুগ্রাম গার্লস হাইস্কুল ,স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যামন্দির ,অভয়চরণ পাঠশালা ,ডঃ বি সি রায় হায়ার সেকেন্ডারি স্কুল, গভমেন্ট গার্লস হাইয়ার সেকেন্ডারি, গভমেন্ট বয়েজ হাইয়ার সেকেন্ডারি , নরসিং হায়ার সেকেন্ডারি ,মহিলা কলেজ পাবলিক হাই স্কুল, নেতাজি বিদ্যাভবন গার্লস হাই স্কুল তরুণী মোহনদাস লস্কর একাডেমি, রাধামাধব কলেজ শ্রীপল্লি বিদ্যামন্দির( লিংক রোড ) টিচার্স ট্রেনিং কলেজ ঘরবরন অমরচাদ প্রেমদাময়ী এইচ এস, নিরঞ্জন পাল ইনস্টিটিউট ,এম এম বালিকা বিদ্যালয় দূর্গাশঙকর পাঠশালা, অধরচাঁদ হাইয়ার সেকেন্ডারি স্কুল, ছোট লাল শেঠ হিন্দি পাঠশালা রেডক্রস হাসপাতাল ,তারাপুর গার্লস হাইস্কুল জিসি কলেজ ,কেন্দ্রীয় বিদ্যালয় এবং সূর্য কুমার হাই স্কুলের কেন্দ্রগুলিতে সকাল সাতটা থেকে দুপুর ২ টা পর্যন্ত ১৮বছরের উর্ধ্বের নাগরিকদেরকে স্লট এর বুকিং ছাড়া টিকা দেওয়া হবে ।

সঙ্গে পরিচয় পত্র আনতে প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক আবেদনে কোভিড বিধি মেনে  সংশ্লিষ্ট সবাইকে টিকাকরণের সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য যে, প্রথম দিনে  টিকা গ্রহণ করতে আসা ৪৭ জন নাগরিককে পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে দুইজনকে কোভিড কেয়ার সেন্টারে পাঠানো হলেও বাকি ৩৯ জনকে হোম আইসোলেশন দেওয়া হয় স্বাস্থ্য বিভাগ থেকে । এছাড়া টিকা গ্রহণ করতে আসা ৫০ বছরের উর্ধ্বের আরও ছয়জনকেও পজিটিভ পাওয়া গেছে শুক্রবার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *