ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে চারটে হলুদ অ্যানাকোন্ডা | অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের শেষেই জনসমক্ষে আসতে চলেছে তারাও | অন্যদিকে আবার ১৯৯২ পর ২০১৯ ২৭ বছরের অপেক্ষায় ১ জুলাই আলিপুর চিড়িয়াখানায় জন্ম নেয় ৩টি সিংহ শাবক
ছোট হোক বা বড় সব ভ্রমণ পিপাসু বাঙালির বরাবরের পছন্দের জায়গা আলিপুর চিড়িয়াখানা ।তাই আলিপুর চিড়িয়াখানা দর্শকদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন অতিথি | আর এবারের অতিথি দুই চিতাবাঘ শাবক | মঙ্গলবার শিলিগুড়ির সাফারি পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছল দুই চিতাবাঘ শাবক।
চিতাবাঘ শাবকদের একটির বয়স এক মাস।আর অন্আযটির বয়স এক বছর তিন মাস। তাদের নাম নয়ন ও শিশির| এখন কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে এই দুই খুদে চিতাবাঘকে।জুলাই মাসের শেষের দিকে প্রকাশ্যে নিয়ে আসা হবে চিড়িয়াখানার নতুন অতিথিদের | এতদিন আলিপুর চিড়িয়াখানায় বিদ্যুৎ নামে ১৩ বছর বয়সী একটিই চিতাবাঘ ছিল। এবার চিতাবাঘের সংখ্যা হল ৩।
এই প্রসঙ্গে মঙ্গলবার আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন , ‘মঙ্গলবার সকালে শিলিগুড়ির সাফারি পার্ক থেকে আলিপুরে এসে পৌছেছে নয়ন ও শিশির|এখন তাদের পর্যবেক্ষণে রেখেছি চলতি মাসের শেষেই জনসমক্ষে আসবে তারা’|
প্রসঙ্গত, ইতিমধ্যেই আলিপুর চিড়িয়াখানায় এসে পৌঁছেছে চারটে হলুদ অ্যানাকোন্ডা | অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মাসের শেষেই জনসমক্ষে আসতে চলেছে তারাও | অন্যদিকে আবার ১৯৯২ পর ২০১৯ ২৭ বছরের অপেক্ষায় ১ জুলাই আলিপুর চিড়িয়াখানায় জন্ম নেয় ৩টি সিংহ শাবক | তবে,তাদের আপাতত নজরে রেখেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ৷