আলিপুরের ১০০ একর জমিতে গ্রিন সিটি

< 1 - মিনিট |

ইতিমধ্যেই শুরু হয়েছে সবুজায়নের কাজ। আলিপুর জেল ইতিমধ্যেই বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। আলিপুর জেলের ঠিক পাশেই থাকা প্রেসিডেন্সি জেলেও স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই জেলের মিলিত জমির পরিমাণ প্রায় ১০০ একরের বেশি।

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা শহরের মধ্যেই তৈরি হবে একটি ১০০ একর ‘সবুজ শহর’। আলিপুরে হবে গ্রিন সিটি। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, দক্ষিণ কলকাতায় ১০০ একর জায়গার উপর তৈরি করা হবে এই গ্রিন সিটি। 

ইতিমধ্যেই শুরু হয়েছে সেই সবুজায়নের কাজ। আলিপুর জেল ইতিমধ্যেই বারুইপুরে স্থানান্তরিত করা হয়েছে। আলিপুর জেলের ঠিক পাশেই থাকা প্রেসিডেন্সি জেলেও স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই দুই জেলের মিলিত জমির পরিমাণ প্রায় ১০০ একরের বেশি। এখন জেলের ৩০ শতাংশ জমি হেরিটেজ অংশ। সেই হেরিটেজ অংশে হবে মিউজিয়াম। বাকি অংশে হবে গ্রিন সিটি। 

নবান্ন সূত্রে জানা গেছে। গ্ৰিন সিটি তৈরির ব্যাপারে বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য পরামর্শদাতা নিয়োগ করছে পুর ও নগরোন্নয়ন দফতর। তাঁদের পরামর্শ পাওয়ার পর সেই সংক্রান্ত নথি মুখ‍্যমন্ত্রীর অনুমোদনের জন্য নবান্নে পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলে তবেই নতুন গ্রিন সিটি তৈরির কাজে হাত দেবে পুর ও নগরোন্নয়ন দফতর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news