ধোলাই থানায় অনুষ্ঠিত এই বৈঠকে কাছাড় ও কলাসিবের জেলা শাসক ও পুলিশ সুপার দ্বয়ের অংশ গ্রহন
শিলচর – আসাম -মিজোরাম সীমান্ত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে মঙ্গলবার ধোলাই থানায় কাছাড় ও কলাসিবের আধিকারিকদের মধ্যে এই যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কাছাড়ের জেলা শাসক রোহন কুমার না ও পুলিশ সুপার নোমাল মাহাতো সহ কলাসিবের জেলা শাসক ও পুলিশ সুপার অংশ নেন।