আয়নাখালে জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা

< 1 - মিনিট |

১৪৪ ধারা জারি হাইলাকান্দিতে

কে আর সি টাইমস ডেস্ক

জমি দখলকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে হাইলাকান্দি জেলার আয়নাখালে। যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির অবনতি ঘটেনি। ঘটনা সোমবার সকালের। ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। 

ঘটনার সূত্রপাত জমি দখলকে কেন্দ্র করে। জানা গেছে, রবিবার রাতে আয়নাখাল তেমাথায় রাস্তার পাশের জনৈক রঞ্জিত কুর্মির জমিতে ভিন্ন সম্প্রদায়ের শতাধিক মানুষ একটি কাঁচা ঘর তৈরি করে নেন। কেবল ঘর তৈরিই নয়, নবনির্মিত কাঁচা ঘরে তারা বসবাসও শুরু করে। এই খবর ছড়িয়ে পড়তেই জমির মালিক রঞ্জিত কুর্মি-সহ উভয় পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তাঁরা সকালে এসে রাতারাতি নির্মিত ওই কাঁচা ঘরটি গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করেন। রঞ্জিত কুর্মির সমর্থকরা রাতে নির্মিত কাঁচা ঘর ভাঙ্গার সময় তাদের কেউ বাধা না দেওয়ায় অবশ্য কোনও ধরনের সংঘাতের সৃষ্টি হয়নি। 

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এভাবে জমি দখলকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে বিবাদের সৃষ্টি হলে সংশ্লিষ্ট এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করতে থাকে। ফলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  ঘটনার পর জমির মালিক রঞ্জিত কুর্মির পক্ষ থেকে দুই ব্যক্তির বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত আরম্ভ করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর নেই। ঘটনার পর আজ জেলা পুলিশের এএসপি বরুণ পুরকায়স্থ-সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। বর্তমানে এলাকায় নিরাপত্তারক্ষী মোতায়েন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news