দক্ষিণ আমেরিকার সাতটি, ইউরোপের চারটি ও উত্তর আমেরিকার ২টি দেশের উপস্থিতিতে মোট ১৩টি দলকে চারটি বিভাগে ভাগ করে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ
১৩ জুলাই ফুটবল বিশ্বের একটি বিশেষ দিন। ১৯৩০ সালে এই দিনটিতেই অনুষ্ঠিত হয়েছিল ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ। সেই ম্যাচে ফ্রান্স ৪-১ গোলে হারিয়েছিল মেক্সিকোকে।১৯৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিক থেকে ফুটবল বাদ পড়ায় তৎকালীন িফফা প্রেসিডেন্ট জুলে রিমে একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেন।প্রথম বিশ্বকাপে কোনও যোগ্যতা অর্জন পর্ব না রেখে ফিফার অন্তর্ভুক্ত প্রতিটি দেশকেই এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। আবেদন জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয় ২৮ ফেব্রুয়ারি ১৯৩০। প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পায় উরুগুয়ে। লাতিন আমেরিকার এই দেশটিকে দায়িত্ব দোওয়ার পিছনে অবশ্য যথার্থ কারণও ছিল। প্রথমত তারা ১৯২৮ অলিম্পিকের চ্যাম্পিয়ন দল। পাশাপাশি সে বছর ছিল (১৯৩০) উরুগুয়ের সংবিধানের ১০০ বছর পূর্তি। তবে ইউেরোপিয়ান দেশগুলি প্রথম বিশ্বকাপে অংশ নোওয়ার ক্ষেত্রে খুব একটা আগ্রহ প্রকাশ করেনি দূরত্বজনিত কারণে।
দক্ষিণ আমেরিকার সাতটি, ইউরোপের চারটি ও উত্তর আমেরিকার ২টি দেশের উপস্থিতিতে মোট ১৩টি দলকে চারটি বিভাগে ভাগ করে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রথম বিশ্বকাপ। এই প্রতিযোগিতার উপলক্ষেই তৈরি হয় ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়াম।
চারটি গ্রুপের শীর্ষে থেকে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা, উরুগুয়ে, ইউনাইটেড স্টেটস ও তৎকালীন যুগোশ্লাভিয়া। ৩০ জুলাই এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হয় আয়োজক উরুগুয়ে ও আর্জেন্টিনা। লাতিন আমেরিকার এই দুই দেশের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে প্রথম ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হিসাবে ইতিহাসে স্থান করে নেয় উরুগুয়ে।
তৎকালীন িফফা প্রেসিডেন্টের প্রতি সম্মান জানিয়ে তাঁর নামানুসারে জুলে রিমে ট্রফি তুলে দেওয়া প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন উরুগুয়ের হাতে। আর্জেন্টিনার জুলিয়েরমো স্তাবিলে আটটি গোল করে প্রতিযোগিতার সর্ব্বোচ্চ গোলদাতা হন। যুক্তরাষ্ট্রের গোলরক্ষক জিমি ডগলাস গ্রুপ পর্বে একটিও গোল না খেয়ে ক্লিন সিট বজায় রাখেন। প্রথম বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসাবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখেন ফ্রান্সের লুসিয়েন লরেন্ট।