এই ব্যবস্থায় ইরিক্সা মালিকরা ক্ষতির সম্মুখীন
শিলচর : আগষ্ট শিলচর শহরে ইরিস্কা জোড়-বেজোড় করে চালানোর নির্দেশে বিপদে পড়েছে কাছাড় ইরিস্কা ওনার্স এসোসিয়েশনে। ফলে তাদের পরিবারের ভোরনপোষন জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া কিস্তিতে খরিদ করা গাড়ির কিস্তি পরিশোধ করতেও ব্যঘাত হচ্ছে। এমন অবস্কথার কথা জানিয়েছেন সংস্থার সভাপতি উত্তম দাস।
তিনি জেলা আয়ুক্তের প্রতি আবেদন রেখে বলেন যে শহরের বেশিরভাগ ইরিস্কা বাইরে থেকে এসে যানযট সৃষ্টি করে, এবং এজন্য শহরের পৌর এলাকায় থাকা ইরিস্কা গুলোকে প্রতিদিন চলতে দেওয়া নাহলে তারা গাড়ির কিস্তি পরিশোধ করতে পারবেননা। এমতাবস্থায় তাদের সংস্থার ইরিস্কা গুলো জেলাপ্রশাসনের কাছে সমঝে দিতে বাধ্য হবেন তারা।