‘ঈদ-উল-ফেতর’ উপলক্ষ্যে বুধবার বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল | ওই দিন অন্য দিনের তুলনায় চালানো হবে ৬০ টি অতিরিক্ত মেট্রো
‘ঈদ-উল-ফেতর’ উপলক্ষ্যে বুধবার বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল | ওই দিন অন্য দিনের তুলনায় চালানো হবে ৬০ টি অতিরিক্ত মেট্রো
‘ঈদ-উল-ফেতর’ উপলক্ষ্যে বুধবার বিশেষ পরিষেবা দেবে মেট্রো রেল | ওই দিন অন্য দিনের তুলনায় চালানো হবে ৬০ টি অতিরিক্ত মেট্রো | সোমবার এই সিদ্ধান্ত জানা হয় মেট্রো রেলের তরফ থেকে |
অন্যান্য দিনে সাধারণত চালানো হয় ২২৪ টি মেট্রো | তার মধ্যে আপে চলে ১১২ টি মেট্রো ও ডাউনে চলে ২২ টি মেট্রো | বুধবার এর পরিবর্তে চালানো হবে ২৮৪টি মেট্রো | এর মধ্যে আপে ৩৭ ও ডাউনে ৩৭টি করে মোট ৭২টি মেট্রো নোয়াপাড়া চলাচল করবে |
মেট্রো সংখ্যা বাড়ানো হলেও, মেট্রো পরিষেবা শুরু হবে অন্যান্য দিনের সময় মতই | বুধবার, দমদম ও কবি সুভাষ থেকে মেট্রো পরিসেবা শুরু হবে সকাল ৬ টা ৪৫ মিনিটে, ও উভয় প্রান্ত থেকে মেট্রো পরিষেবা শেষ হবে রাত ৯ টা ৫৫ মিনিটে | এদিন মেট্রো রেল কতৃপক্ষর তরফ থেকে জানানো হয়, ওই বিশেষ দিনে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় |