ঈদ উপলক্ষ্যে আখাউড়া সীমান্তে বিএসএফ ও বিজিবি-র মধ্যে মিষ্টি বিনিময়

< 1 - মিনিট |

ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ-বছরও ত্রিপুরার ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান শেষে আগামীকাল বুধবার ৫ জুন বিশ্বব্যাপী পালিত হবে ঈদ-উল-ফিতর। এ উপলক্ষ্যে প্রতি বছরের মতো এ-বছরও ত্রিপুরার ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে আগরতলার আখাউড়া সীমান্তের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র তরফে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী “বর্ডার গার্ড বাংলাদেশ” (বিজিবি)-এর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।  শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএসএফ-এর তরফে উপস্থিত ছিলেন দুই অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট সুনীল কুমার এবং সঞ্জয় কুমার। অপরদিকে বিজিবি-র তরফে উপস্থিত ছিলেন সুবেদার বদর উদ্দিন-সহ অন্যান্য জওয়ানরা।

এ ধরনের সামাজিক কর্মসূচির ফলে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যের সম্পর্ক আরও মজবুত হবে বলে মত ব্যক্ত করেছেন দুই প্রতিবশী দেশের আধাসেনা কর্মকর্তারা। 

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, প্রতি বছর নববর্ষ, ঈদ, হোলি, বিজয় দশমী, দীপাবলি উপলক্ষ্যে বিএসএফ এবং বিজিবি-র মধ্যে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়ে থাকে আখাউড়া সীমান্তে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news