উড়ালপুল মেরামতিতে মুম্বই থেকে আসছে বিশেষজ্ঞদের একটি দল

< 1 - মিনিট |

যাত্রীদের ভোগান্তির সুরাহা করতে বৃহস্পতিবার মুম্বই থেকে আসছে বিশেষজ্ঞদের একটি দল। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসন

কে আর সি টাইমস ডেস্ক

উল্টোডাঙা উড়ালপুল বন্ধ থাকায় ফের ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা। যাত্রীদের ভোগান্তির সুরাহা করতে বৃহস্পতিবার মুম্বই থেকে আসছে বিশেষজ্ঞদের একটি দল। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে প্রশাসন।রুটিন স্বাস্থ্যপরীক্ষার সময় উল্টোডাঙা উড়ালপুলের স্তম্ভে ফাটল দেখতে পান আধিকারিকরা৷ নিরাপত্তার স্বার্থে সেদিন সন্ধে সাতটার পর থেকে উড়ালপুলে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়৷ আগামী তিনদিন এই পরিস্থিতি জারি থাকবে বলেই জানিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ বুধবার কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা ওই উড়ালপুল পরিদর্শন করেন৷ উড়ালপুলের বিপজ্জনক অংশ খতিয়ে দেখেন তাঁরা। উড়ালপুলের একাধিক জায়গায় সেন্সর টেস্ট করেন। কিন্তু কোনও সিদ্ধান্ত তাঁরা জানাননি। বৃহস্পতিবার মুম্বই থেকে আসবে ছ’জন বিশেষজ্ঞের একটি দল। আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে যাবেন তাঁরা। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তাঁরা রিপোর্ট পেশ করবেন। সেই রিপোর্টের ভিত্তিতেই হবে পরবর্তী সিদ্ধান্ত। উড়ালপুলের কোন কোন অংশ ভাঙতে হবে, কবে সেগুলি ভাঙা হবে, সেই সিদ্ধান্ত পরিস্থিতি দেখার পর জানাবেন বিশেষজ্ঞরা।এদিকে উড়ালপুল বন্ধ থাকার জেরে ভিআইপি রোড, এয়ারপোর্ট, নিউটাউন, হাডকো মোড় লাগোয়া রাস্তাগুলিতে ব্যাপক যানজট তৈরি হয়েছে৷ যার জেরে বৃহস্পতিবারও গোটা দিন গন্তব্যে পৌঁছতে নাজেহাল হতে হয় আমজনতাকে৷ সকাল থেকে বিকল্প রুটেই যাতায়াত করছে অধিকাংশরও বেশি গাড়ি। বিমানবন্দর, কেষ্টপুর ও বাগুইআটিগামী গাড়িকে চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রুবিগামী গাড়িগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে সল্টলেকের রাস্তা ধরার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news