ভূমিধসের কারণে দু’দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক
ভূমিধসের কারণে দু’দিন বন্ধ থাকার পর শুক্রবার রাত থেকে খুলে দেওয়া হল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| দীর্ঘ ৫০ ঘন্টারও বেশি সময় ধরে উত্কণ্ঠার শেষে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভূস্বর্গের মানুষজন| জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় ভূমিধসের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক| জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যানবাহনের চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল| অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষ| জাতীয় সড়ক বরাবর দাঁড়িয়ে থাকে ৩ হাজারেরও বেশি যানবাহন| বিভিন্ন এলাকায় গাড়ির ভিতরেই আটকে পড়েন বহু মানুষ|
প্রায় ৫০ ঘন্টা বন্ধ থাকার পর জাতীয় সড়কের ডিগডোল এলাকায় রাস্তা পরিষ্কার করার পরই, শুক্রবার রাত থেকে শুরু হয়েছে যান চলাচল| জম্মু-শ্রীনগর-উরির সংযোগকারী ৩৭০ কিলোমিটার দীর্ঘ এই জাতীয় সড়ক ভূস্বর্গের মানুষদের মূল ধমনী| বাকি ভারতের সঙ্গে কাশ্মীরের যোগাযোগের মূল পথ এই সড়কই| জাতীয় সড়কে যানবাহল চলাচল সচল করতে, বিশেষ পদক্ষেপ নিয়েছিল প্রশাসন| তা সত্ত্বেও অসংখ্য মানুষের দুর্ভোগ এড়ানো যায়নি|