উত্তর পূর্বে দলকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে আপ, বললেন রাজেশ শর্মা

< 1 - মিনিট |

বিজেপির বিকল্প হিসাবে এই দলকে চিন্তা করছেন অসমের মানুষ

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি : ২৬টি দলের বিরোধী জোট ইন্ডিয়া গঠিত হলো । কিন্তু তারপরেও উত্তর-পূর্বের দিকে এবার বিশেষ নজর দিচ্ছে আম আদমি পার্টি। ইতিমধ্যে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য সফর করছেন এই অঞ্চলে আপের দায়িত্বপ্রাপ্ত প্রভারী রাজেশ শর্মা। ৪ আগস্ট গুয়াহাটিতে অনুষ্ঠিত হল আপের উত্তরপূর্ব সম্মেলন। সম্মেলনে ভবিষ্যৎ কর্মসংস্থানের নির্ধারিত হয়।

অসমে উপত্যকায় আপের সংগঠনকে যে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই ইঙ্গিত দিয়েছেন রাজেশ শর্মা। তিনি বলেন,বরাক উপত্যকায় এখনো জেলা কমিটিগুলির পূর্ণাঙ্গ রূপ নেয়নি। এই সম্মেলনে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। উত্তর পূর্বেকে আপ কেন গুরুত্ব দিচ্ছে এই বিষয়টাকে বিশ্লেষণ করে তিনি বলেন ,ইতিমধ্যে অনেকেই এই দলে যোগদান করেছে ন।

বিজেপির বিকল্প হিসাবে এই দলকে চিন্তা করছেন অসমের মানুষ। তাই এই দল এবার অসমকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। কিন্তু যেখানে কংগ্রেস শক্তিশালী দল এখানেই শুধু আপনারা যাচ্ছেন।এতে পক্ষান্তরে কংগ্রেসকে দুর্বল করা হচ্ছে। এর উত্তরে তিনি বলেন বিষয়টাকে এরকম দেখলে হবে না।

যখন জোট গঠন হয়েছে তখন জোটের সিদ্ধান্তকে চূড়ান্ত বিবেচনা করা হবে।ইতিমধ্যে সাংসদ অজিত ভুঁইয়ার সঙ্গে কথাবার্তা হয়েছে আপ সুপ্রিমো দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। অসমে অজিত ভূঁইয়া কে আপের একটা মুখ হিসেবে তুলে ধরতে চাইছে কেজরিওয়ালের দল। অজিত ভুঁইয়া বলেছেন তাকে আপ থেকে অনুরোধ করা হয়েছিল কিন্তু তিনি এটা ভেবে দেখছেন। তাই রাজ্যস্তরেও আপ একটা বিকল্প মুখ দেখছে।

তবে ফলাফল যাই হোক, এটা ঘটনা যে আপ উত্তর-পূর্ব তথা, আসাম ও বরাক উপত্যকায় বিশেষ নজর দিচ্ছে। একটি রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে যে বরাক উপত্যকায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *