গত ৯ জানুয়ারি একটি অ্যালটো গাড়ি -চাপা দিয়ে তাঁকে খুন করতে চেয়েছিলেন অজিতরঞ্জন
উধারবন্দ : উধারবন্দ ডুমুরঘাটে চন্দ পরিবারের মেজ ভাই অজিতরঞ্জন -এর বিরুদ্ধে এ বার গুরুতর অভিযোগ উত্থাপন করলেন অনুজ শেখরজিত। শেখরজি়ত শুক্রবার সাংবাদিকদের জানান , অজিতরঞ্জনের লাগাতার অত্যাচারে তাঁরা বিধ্বস্ত। গত ৯ জানুয়ারি একটি অ্যালটো গাড়ি -চাপা দিয়ে তাঁকে খুন করতে চেয়েছিলেন অজিতরঞ্জন ।
একটুর জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। তবে শরীরে অনেক চোট পান। এ ব্যাপারে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু পুলিশের কাছ থেকে কোনও সুবিচার পাননি । ওই সময় যে ভাবে প্রভাব কাটিয়ে পুলিশকে নিষ্ক্রিয় করা হয়েছিল,অত্যাচারিত বড় ভাই সুজিতরঞ্জনের ক্ষেত্রেও একই রকম ঘটছে ।
আর এর জন্যই এগারো দিন হয়ে গেলেও সুজিতরঞ্জন পুলিশের কাছ থেকে কোনও বিচার পাননি। গত ৫ সেপ্টেম্বর , মঙ্গলবার বিকেলে অজিতরঞ্জন বড় ভাই সুজিতরঞ্জনকে বলেরো গাড়ি চাপা দিয়ে খুন করতে চেয়েছিলেন, এই মারাত্মক অভিযোগ এনে তাঁর স্ত্রী কাঞ্চনরানি উধারবন্দ থানায় এজাহার দায়ের করেছিলেন ।
সুজিতরঞ্জনের পা ভেঙ্গে গিয়েছে। পুরো শরীর আঘাতে ক্ষতবিক্ষত। এর পরও কার্যত কোনও হেলদোল নেই পুলিশের । এ কথা উল্লেখ করে হতাশার সুরে শেখরজি়ত বলেন , মেজ ভাই অজিতরঞ্জন পাথরের ব্যবসা করায় তাঁর প্রতিপত্তিতে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে । আর এই শক্তিতে বলীয়ান হয়েই তাঁদের প্রয়াত পিতামহ শরৎচন্দ্র চন্দের নামে থাকা বাড়ি থেকে ভাই -বোনদের বিতাড়িত করার জন্য দুঃসাহস দেখাচ্ছেন মেজ ভাই।
শেখরজিতের স্ত্রী নিবেদিতার উদ্ধৃতিতে বড় ভাই সুজিতরঞ্জনকে আজীবন ভারসাম্যহীন বলে সংবাদমাধ্যমে যে ভাবে উল্লেখ করা হয়েছে, তা নস্যাৎ করে দিয়ে শেখরজিত বলেন, বড় ভাইয়ের বিয়ের যেখানে চব্বিশ বছর হয়ে গিয়েছে , সেখানে অজিতরঞ্জন-নিবেদিতার বিয়ে হয়েছে চোদ্দো বছর ।
ভাসুরের সারা জীবনের কথা তিনি কী ভাবে বলতে পারেন? তাঁদের মা সুরুচিবালা চন্দ জীবিতকালে কী ভাবে অজিতরঞ্জনের হাতে নিগৃহীতা হয়েছিলেন, এর “ভিডিও ” দেখান শেখরজিত । বলেন , অজিতরঞ্জন ছোটবেলা থেকেই বিকৃতমস্তিষ্ক। পাথরের ব্যবসা করে “টু-পাইস ” কামিয়ে “ধরাকে সরা জ্ঞান” করার মতো ভাই -বোনদের সঙ্গে দুর্ব্যবহার করছেন ।পুলিশের কাছে নালিশ জানিয়েও কোনও প্রতিকার মিলছে না। গুরুতর আহত বড় ভাই সুজিতরঞ্জন বাড়ি-ছাড়া।
এক দুর্বিষহ পরিস্থিতির মধ্যে তাঁদের সকলের জীবন কাটছে। যে কোনও সময় আরও বড় অঘটন ঘটতে পারে, আশঙ্কা,চরম দুশ্চিন্তায় ভুগছেন সকলেই । স্বামী ,পরিবারকে নিয়ে বিপর্যস্ত কাঞ্চনরানি বলেন , এত বড় কাণ্ড করেও বুক ফুলিয়ে ঘুরছেন,হুমকি -শাসানি দিচ্ছেন অজিতরঞ্জন, পুলিশ আজও অভিযুক্তকে গ্রেফতার করল না। এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না অসহায় কাঞ্চনরানি।