উনিশের উদযাপন শিলচরে

< 1 - মিনিট |

৬২ তম উনিশের উদযাপন সকাল থেকে শুরু হয় আবেগে উচ্ছাসে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক উপত্যকায় গত দু বছর কোভিড ও বন্যার কারণে উনিশের উদযাপন কিছুটা ফিকে পড়েছিল। কিন্তু এবারের ৬২ তম উনিশের উদযাপন সকাল থেকে শুরু হয় আবেগে উচ্ছাসে l এদিনের উনিশ উদযাপনে শামিল হল বাংলাদেশ, ত্রিপুরা, পশ্চিমবঙ্গও ।

শুক্রবার সকাল 6টায় শিলচর তারাপুর স্টেশনের শহিদ স্মারক স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ নিবেদন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ত্রিপুরার ভারত বাংলাদেশ মৈত্রী সংসদের সদস্যরা, সহ শিলচরের বিভিন্ন সংগঠন। তারপর সকাল আটটায় শিলচর স্মশানঘাটে শহীদের স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ নিবেদন করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী ,রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ বিভিন্ন দল সংগঠন ও সাংস্কৃতিক কর্মীবৃন্দরা l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *