শিলচর রাঙ্গিরখারী থেকে এই মহা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে গান্ধিবাগ মিলনায়স্থলে এসে সমাপ্ত হয়
শিলচর : উনিশ স্মরণে মাতৃভাষা ও ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে হিউমেন্স অফ শিলচর সামাজিক সংস্থার ব্যবস্থাপনায় শিলচরে এক মহা মিছিলের আয়োজন করা হয় lমঙ্গলবার শিলচর রাঙ্গিরখারী থেকে এই মহা মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে গান্ধিবাগ মিলনায়স্থলে এসে সমাপ্ত হয় l
এদিনের মিছিলে হিউমেন্স অফ শিলচর সংস্থার ডাকে সারা দিয়ে বিভিন্ন সামাজিক সংস্থা ,এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন l