উমরাংসোতে ফ্যালকন উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী হিমন্তবিশ্ব

< 1 - মিনিট |

ফ্যালকন মহোৎসবকে কেন্দ্র করে এ মহূর্তে উমরাংসো উৎসবমুখর হয়ে উঠেছে

কে আর সি টাইমস ডেস্ক

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা শুক্রবার উমরাংসো আসছেন। এদিন উমরাংসোর টুংবুং গ্রামের কপিলি হ্রদ ও গলফ কোর্সে ফ্যালকন মহোৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী ড. শর্মা। ফ্যালকন মহোৎসবকে কেন্দ্র করে এ মহূর্তে উমরাংসো উৎসবমুখর হয়ে উঠেছে। 

উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উদ্যোগে আয়োজিত ফ্যালকন উৎসবে আজ বৃহস্পতিবার থেকেই উমরাংসোতে প্রচুর পর্যটকের সমাগম ঘটতে শুরু করেছে। আগামীকাল থেকে উমরাংসোতে পোসপেন্ড্রি হাউস বোট চালু হবে। এই হাউস বোটে অত্যাধুনিক সুবিধাযুক্ত থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া উমরাংসো গলফ কোর্সের কাছে অত্যাধুনিক টেন্ট ভিলেজ তৈরি করা হয়েছে ফ্যালকন মহোৎসবে আগত পর্যটক ও শিল্পীদের জন্য। 

ফ্যালকন মহোৎসবে আমেরিকা ও ইউরোপ থেকে এসেছেন বেশ কয়েকজন মডেল। এবারের ফ্যালকন মহোৎসবে থাকবে আন্তর্জাতিক স্তরের ফ্যাশন শো। এতে অংশ নেবেন আমেরিকা ও ইউরোপ থেকে আগত মডেলরা। এছাড়া থাকবে মিস ফ্যালকন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ক্যুইজ প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।  তিনদিনের ফ্যালকন মহোৎসবে থাকবে ডিমা হাসাও জেলার বিভিন্ন জাতি-জনগোষ্ঠীর পরম্পরাগত লোক সংস্কৃতির প্রদর্শন। বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের স্টল। এছাড়া থাকবে বিভিন্ন উপজাতি জনগোষ্ঠীর হস্ততাঁত ও বয়ন শিল্পের প্রদর্শনী। তাছাড়া ত্রিদিবসীয় ফ্যালকন উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন অঙ্গরাজ পাপন মহন্ত ও সুবাসনা দত্ত। শুক্রবার দুপুর ১২টায় ফ্যালকন মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মন্ত্রী হিমন্তবিশ্ব-জায়া তথা অসমের অন্যতম প্রথমসারির বৈদ্যুতিন সংবাদ মাধ্যম ‘নিউজ লাইভ’-এর সিএমডি রিনিকি ভুইয়াঁ প্রমুখ বিশিষ্টজনেরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news