ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ২৯ তম আন্তর্জাতিক সম্মেলনে এমনই আশঙ্কা ব্যক্ত করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা
এই মুহূর্তে আমরা পরিবর্তনের পর্যায়ে রয়েছি, আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছে যা মোকাবিলা করতে হবে। ভবিষ্যতে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাইবার সন্ত্রাসবাদ, যা দ্রুত ডানা মেলছে। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ২৯ তম আন্তর্জাতিক সম্মেলনে এমনই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন প্রবীণ বিজেপি নেতা তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কোনরাড হোটেলে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর ২৯ তম আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার আইআইএসএসএম-এর ২৯ তম আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করার কথা ছিল কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার। কিন্তু, বিশেষ কারণে এদিন সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার পরিবর্তে আইআইএসএসএম-এর ২৯ তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেছেন বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার ভাস্কর রাও। সম্মেলনে উদ্বোধনী ভাষণ দেন আইআইএসএসএম-এর চেয়ারম্যান এস কে শর্মা (অবসরপ্রাপ্ত আইপিএস)।
সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে আইআইএসএসএম-এর কার্যকরী সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রবীন্দ্র কিশোর সিনহা বলেছেন, ‘এই মুহূর্তে আমরা পরিবর্তনের পর্যায়ে রয়েছি, আমাদের সামনে এখন অনেক চ্যালেঞ্জ রয়েছি যা মোকাবিলা করতে হবে। ভবিষ্যতে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সাইবার সন্ত্রাসবাদ, যা দ্রুত ডানা মেলছে।’ নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি বহুজাতিক সংস্থার উদাহরণ ব্যাখা করে সাংসদ আর কে সিনহা বলেছেন, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিওটিতে দেখা যায় সংস্থার তিন থেকে চারজন কর্মী নিজেদের মধ্যে লড়াই করছেন। সংস্থার ম্যানেজমেন্ট অত্যন্ত চালাক ছিল, সাইবার পুলিশকে ওই ভিডিওটি তদন্ত করতে বলা হয়েছিল। কিন্তু, কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’ সাংসদ আর কে সিনহা আরও বলেছেন, ‘ঠিক একই ধরনের আরও একটি ভিডিও উত্তর ভারতে ভাইরাল হয়েছিল, ওই ভিডিওটিতে দেখা যাচ্ছিল তামিল রক্ষীদের মারধর করা হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে পদক্ষেপ নিয়েছিল সাইবার পুলিশ, তামিলভাষী রক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু, তাঁরা বলেছিল এমন ধরনের কিছুই হয়নি। আসলে ভিডিওটি ভুয়ো ছিল।’
এদিন আইআইএসএসএম-এর সম্মেলনে বেঙ্গালুরু সিটি পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেছেন, ‘বর্তমানে প্রাইভেট সুরক্ষার পরিধি দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে।’ ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ সিকিউরিটি অ্যান্ড সেফটি ম্যানেজমেন্ট (আইআইএসএসএম)-এর সম্পর্কে তিনি বলেছেন, ‘২৯ বছরের সময় মোটেও কম নয়। এই সংস্থা এত বছর ধরে সুরক্ষা পেশাদারদের প্রশিক্ষণ দিয়ে আসছে। গোটা দেশে এই মুহূর্তে প্রাইভেট সিকিউরিটি সংস্থাগুলি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং শুধুমাত্র কর্ণাটকেই ৭ লক্ষ প্রাইভেট সুরক্ষাকর্মী রয়েছে।’ ভাস্করবাবু আরও বলেছেন, ‘দু’দিনের এই সম্মেলনে সুরক্ষা, উদ্ধার এবং ক্ষতি প্রতিরোধ সম্পর্কিত বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন বিজ্ঞানী এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের অধ্যাপকরা।’
এদিনের সম্মেলনে আইআইএসএসএম-এর কার্যকরী সভাপতি রবীন্দ্র কিশোর সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন মহানির্দেশক রাজন মেঢ়কর, কর্ণাটক সিকিউরিটি সার্ভিসেস অ্যাসোসিয়েশন (কেএসএসএ)-এর সভাপতি এম সি প্রকাশ, আইআইএসএসএম-এর চেয়ারম্যান এস কে শর্মা এবং আইআইএসএসএম, বেঙ্গালুরু চ্যাপ্টারের চেয়ারম্যান বি এম শশীধর প্রমুখ।