এএন-৩২ বিমান দুর্ঘটনা : পালাম বিমানবন্দরে মৃত ১৩ জন বায়ুসেনা আধিকারিককে শ্রদ্ধার্ঘ্য প্রতিরক্ষা মন্ত্রীর

< 1 - মিনিট |

ত ভারতীয় বায়ুসেনার ১৩ জন আধিকারিক-কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং

কে আর সি টাইমস ডেস্ক

 অরুণাচল প্রদেশে দুর্ঘটনার কবলে পড়া ভারতীয় বায়ুসেনার এএন-৩২ বিমানের আরোহী মৃত ভারতীয় বায়ুসেনার ১৩ জন আধিকারিক-কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং| বৃহস্পতিবারই (২০ জুন) অরুণাচল প্রদেশের ঘন জঙ্গল থেকে এএন-৩২ বিমানের আরোহী ছ’জন বায়ুসেনা কর্মীর দেহ ও সাতটি নশ্বর দেহ উদ্ধার করা হয়| উদ্ধার করার পর ছ’টি দেহ ও সাতজনের দেহের অবশিষ্টাংশ দিল্লির পালাম বিমানবন্দরে নিয়ে আসা হয়| শুক্রবার সকালে পালাম বিমানবন্দরেই মৃত ভারতীয় বায়ুসেনার ১৩ জন আধিকারিক-কর্মীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং|

গত ৩ জুন ১৩ জনকে নিয়ে নিখোঁজ হয়ে যায় বায়ুসেনার এএন-৩২ বিমান| অসমের যোরহাট থেকে উড়েছিল বিমানটি| অরুণাচলের মেনচুকাতে যাওয়ার কথা ছিল| কিন্তু, ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়| তারপর প্রায় এক সপ্তাহ হদিশ মেলেনি বিমানটির| কিছুদিন আগেই অরুণাচলের লিপো থেকে ১৫-২০ কিলোমিটার উত্তরে বিমানটির ধ্বংসাবশেষ মেলে| এরপর বৃহস্পতিবার (২০ জুন) অরুণাচল প্রদেশের ঘন জঙ্গল থেকেউদ্ধার করা হয় ছ’জন বায়ুসেনা কর্মীর দেহ ও সাতটি নশ্বর দেহ| দেহগুলি ছাড়াও ব্ল্যাক বক্সের ককপিট ভয়েস রেকর্ডার ও ফ্লাইট ডেকা রেকর্ডার-এর তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে|

দুর্ঘটনায় মৃতদের নাম হল-উইং কমান্ডার জি এম  চার্লস, স্কোয়্যাড্রন লিডার এইচ বিনোদ, ফ্লাইট লেফটেন্যান্ট আর থাপা, এ তনওয়ার, এস মোহান্তি, এম কে গর্গ, ওয়ারেন্ট অফিসার কে কে মিশ্র, সার্জেন্ট অনুপ কুমার এস, কর্পোরেল শরিন এন কে, লিডিং এয়ারক্র্যাফ্টম্যান এস কে সিং ও পঙ্কজ-সহ বায়ুসেনার দু’জন কর্মী পুতালি ও রাজেশ কুমার| দিল্লির পালাম বিমানবন্দরে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর মৃত বায়ুসেনা আধিকারিক-কর্মীদের মরদেহ তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে| ইতিমধ্যেই তামিলনাড়ুর কোয়েম্বাটুরের সুলুরে ভারতীয় বায়ুসেনার স্কোয়্যাড্রন লিডার এইচ বিনোদের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news