টিন, অ্যাসবেস্টাস ছাড়াও ঝুপড়িতেও পাকা বাড়ি করা যাবে৷ তারজন্য মাত্র ১০০ টাকা দিয়ে পুরসভায় একটি আবেদন করলেই হবে৷ খুব শীঘ্রই আইন করে এই নিয়ম কার্যকর করা হবে
মাত্র ১০০ টাকা দিয়ে আবেদন করলেই বস্তিবাসীদের বাড়ির ছাদ ঢালাই করে দেবে কলকাতা পুরসভা | এমন এক আইনই আনতে চলেছে পুরসভা| সম্প্রতি এমনই জানালেন নিকাশি বিভাগের মেয়র পারিষদ তারক সিং৷
তারকবাবু বলেন “টিন, অ্যাসবেস্টাস ছাড়াও ঝুপড়িতেও পাকা বাড়ি করা যাবে৷ তারজন্য মাত্র ১০০ টাকা দিয়ে পুরসভায় একটি আবেদন করলেই হবে৷ খুব শীঘ্রই আইন করে এই নিয়ম কার্যকর করা হবে|”
এছাড়াও সূত্রের খবর, বহুতল নির্মাণের জন্য ব্যাঙ্ক থেকে ঋণও পাবেন ভাড়াটেরা। অথবা রাজ্য সরকারের ‘আমার বাড়ি’ প্রকল্পের সুবিধাও পাবেন তাঁরা। কিন্তু এক্ষেত্রে কোনও প্রমোটারকে দিয়ে বাড়ি বানানোর উপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছেন কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম।