বিগত ছ’দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। মুম্বইয়ে বৃষ্টি ও বৃষ্টি সংক্রান্ত কারণে অতিরিক্ত ভীড় সামলাতে থানে এবং ডোমবিভলি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, সেন্ট্রাল রেলের পিআরও
শুধুমাত্র বিগত ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বেড়েছে মুম্বই ও পুণে-সহ গোটা মহারাষ্ট্রে। বৃষ্টি না-থামায় মুম্বই বিমানবন্দরের প্রধান রানওয়েতে জল জমায় সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয় মূল রানওয়ে। মঙ্গলবার সারাদিন বন্ধ থাকার পর বুধবারও রানওয়ে খোলা যায়নি। দেশীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ২০০ টিরও বেশি বিমান বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে বহু বিমানের গতিপথ। বিগত ছ’দিন ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে মহারাষ্ট্র জুড়ে। মুম্বইয়ে বৃষ্টি ও বৃষ্টি সংক্রান্ত কারণে অতিরিক্ত ভীড় সামলাতে থানে এবং ডোমবিভলি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, সেন্ট্রাল রেলের পিআরও।
এদিন বিকেলে মুম্বই বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, ভেজা রানওয়ে এবং খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার বিমানবন্দরের ঘাসযুক্ত এলাকায় স্পাইসজেটের একটি এয়ারক্রাফট এসজি ৬২৩৭ আটকে যায়। বিমানটিকে সরিয়ে আনার কাজ চলছে। মূল রানওয়ে এখনও বন্ধ থাকলেও অন্য রানওয়ে খোলা হয়েছে। বিমান বাতিল ছাড়া অন্যান্য ক্রিয়াকলাপ অব্যাহত রয়েছে। তবে বিকল্প রানওয়েতে বিমান ওঠানামা করছে। বহু বিমান বাতিল হয়েছে। দেরিতে চলছে বেশ কিছু বিমান। অনেক বিমান আহমেদাবাদ, গোয়া সহ অন্য বিমানবন্দরের দিকে ঘুরিয়েও দেওয়া হয়েছে। নিজেদের ফ্লাইটের স্টেটাসের দিকে নজর রাখার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে।