ধৃত রোমানিয়ান সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে আদালতে তোলা হলে আলিপুর আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ১০ দিনের পুলিশি হেফাজতে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
কলকাতায় এটিএম প্রতারণা মামলায় আজ মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হয় ধৃত রোমানিয়ান সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে। তাকে আলিপুর আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ১০ দিনের পুলিশি হেফাজতে পুলিশ হেফাজতের নির্দেশ দেন ।
তার আগে কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতের কাছে আবেদন করা হয়েছিল, ধৃত সিলভিউ ফ্লোরিন স্পিরিডনের কাছ থেকে স্কিমিং ডিভাইসের একাধিক সরঞ্জাম, ম্যাগনেটিক চিপ্স, ব্যাটারি, পিন হোল ক্যামেরা উদ্ধার করা হয়েছে । কিন্তু স্কিমিং ডিভাইসের আর সরঞ্জাম আছে কিনা ধৃতের কাছ থেকে জানা প্রয়োজন । স্পিরিডনের সাকরেদ কারা তাও জানা দরকার। এই কারনে জিজ্ঞাসাবাদের জন্য ধৃতের পুলিশ হেফাজত প্রয়োজন। এরপরেই ধৃত সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচার বিভাগীয় ম্যাজিস্টেট।
সোমবার বিকেল পাঁচটা নাগাদ দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে সিলভিউ ফ্লোরিন স্পিরিডনকে। তবে তার দুই সঙ্গী পুলিশের হাত ফস্কে পালিয়ে যেতে সক্ষম হয়। রোমানিয়ার কনস্ট্যান্টার বাসিন্দা সে। সোমবার দিল্লির গ্রেটার কৈলাস এলাকার একটি আবাসন থেকে তাকে গ্রেফতার করেন ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা। এদিন তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়।