পাশাপাশি মমতা ফের ধরনা ডাক দিয়ে বলেন, “যত নেতা আছেন ধরনায় আসুন”। কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বলেও হুশিয়ারি দেন মুখ্যমন্ত্রী
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানে এসে এনআরএস কাণ্ডে দু-তরফে তদন্তের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।এসএসকেএম-এ বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘এনকোয়্যারি করব। কেন মারপিট করল? কেন লোকটা মারা গেল? আমি দুটো পক্ষ-ই এনকোয়ারি করব। একপক্ষ দাবি করছে, একটা ইঞ্জেকশন দিল আর লোকটা মারা গেল। সেই দাবিটাও তো দেখতে হবে। ওরাও তো মারামারি করেছে। দু-পক্ষের দাবিই তদন্ত করে আমি পাবলিকে তুলে ধরব’|এনআরএস কাণ্ডে ৫ জনকে গ্রেফতারের পরেও ধর্মঘট কর্মবিরতি চালিয়ে যাওয়ায় জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘৪ দিন ধরে রোগী পড়ে আছে। কয়েকজন মিলে তাণ্ডব চালাচ্ছে। আমার মন্ত্রী গেছেন ,পুলিশ কমিশনার গেছেন | এরপরই রাজ্যের সমস্ত জায়গায় কর্মবিরতি তুলে ৪ ঘণ্টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
” চার ঘন্টার মধ্যে কাজ শুরু না করলে হস্টেল খালি করে দিন। যারা কাজ করবে না তাদের সঙ্গে নেই সরকার”। মমতার এই মন্তব্যে আরও ফুঁসছে ডাক্তাররা। “মুখ্যমন্ত্রী শেম শেম” বলে পাল্টা স্লোগানও তোলে তাঁরা। বিক্ষোভের মুখে পড়েন তিনি। কর্মবিরতিতে থাকা ডাক্তরদের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছিল স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিয়ে পদক্ষেপ করুন। পাশাপাশি উনি প্রতিশ্রুতি দিন এরকম ঘটনা আর ঘটবে না ৷ এই দাবি মেনে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেন বটে তবে এসএসকেএমে এসে ডাক্তারদের কড়া বার্তা শোনাতে ছাড়লেন না।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ডাক্তাররা মার খেয়েছেন সেটা ঠিক নয়৷ কিন্তু রোগীদের পরিষেবা দিতে হবে। পরিষেবা না দিলে ডাক্তার হওয়া যায় না। কয়েকজন নাটক করছে”। ফের ডাক্তারদের বহিরাগত বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বহিরাগতরা এসে গন্ডোগোল পাকানোর চেষ্টা করছে। পাশাপাশি মমতা ফের ধরনা ডাক দিয়ে বলেন, “যত নেতা আছেন ধরনায় আসুন”। কাজে যোগ না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, বলেও হুশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।