এনআরসি-র বিরুদ্ধে মুসলিম সংগঠনের মিছিলে যানজট ধর্মতলা চত্বরে

< 1 - মিনিট |

মিছিলে পুরুষদের পাশাপশি উপস্থিত ছিলেন মুসলিম মহিলারাও।

কে আর সি টাইমস ডেস্ক

এনআরসি ও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এবার পথে নেমেছে একাধিক ইসলামি সংগঠন। বিভিন্ন সংগঠনের যৌথ উদ্দোগ্যে শুক্রবার এই মিছিল টিপু সুলতান মসজিদের সামনে থেকে ধর্মতলা হয়ে পার্ক স্ট্রিট মোড় হয়ে মিছিল যায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। লম্বা মিছিলের কারণে যানজট ধর্মতলা চত্বরে। মিছিলে পুরুষদের পাশাপশি উপস্থিত ছিলেন মুসলিম মহিলারাও। মিছিলে চলতে চলতে সংখ্যালঘু সংগঠনগুলির নেতারা স্লোগান তোলেন, সরকার ভারতের মুসলমানদের নিশানা করেছে। এই আইন সরাসরি মুসলমানদের বিরুদ্ধে। তারা আরও বলেন, সংবিধানের তোয়াক্কা না করেই এই আইন পাশ করানো হয়েছে। আগামী দিনে আরও বড় আকারে এই আন্দোলন হবে বলেও হুঙ্কার তোলেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news