এনসেফেলাইটিস আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ পুজোপাঠ বিশ্ব হিন্দু পরিষদের

< 1 - মিনিট |

বিহারে এনসেফেলাইটিসে আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে উত্তরপ্রদেশের কানপুরের এক হনুমান মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ

admin

বিহারে এনসেফেলাইটিসে আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে উত্তরপ্রদেশের কানপুরের এক হনুমান মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করল বিশ্ব হিন্দু পরিষদ।
বিশ্ব হিন্দু পরিষদের সদস্য এবং সমাজকর্মী অতুল দ্বিবেদী বলেন, এনসেফেলাইটিসে আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে ভগবান হনুমানজির পুজো পাঠের আয়োজন করা হয়েছে। পাশাপাশি চলছে হনুমান চালিশা পাঠ। এনসেফেলাইটিসে যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের আরও এক সদস্য জ্ঞানেশ মিশ্র জানিয়েছেন, এনসেফেলাইটিসে রোধে বিহার সরকার যাতে যুক্তি্যুক্ত পদক্ষেপ গ্রহণ করেন এবং আরও ভাল স্বাস্থ্য পরিষেবা দিতে পারে সেই জন্য হনুমানজির কাছে প্রার্থনা করা হয়েছে। বিহারে এনসেফেলাইটিসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২। শ্রী কৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মুজফফরপুর জেলার এনসেফেলাইটিসে আক্রান্ত বেশির ভাগ শিশু চিকিৎসাধীন। সেখানেই মৃতের সংখ্যা সব থেকে বেশি। হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ উগড়ে দেয় রাজ্যের বিরোধী দলগুলি। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news