এন‌আরসি-ছুট ১৯ লক্ষাধিক জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের

2 - মিনিট |

করিমগঞ্জে দলীয় জেলা সদর কার্যালয় ইন্দিরা ভবনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য এই হুঙ্কার দেন।

কে আর সি টাইমস ডেস্ক

এনআরসি-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া রাজ্যের ১৯ লক্ষাধিক মানুষ একশো শতাংশ ভারতীয়। বাদ-পড়াদের সবধরনের প্রয়োজনীয় আইনি সহায়তা করবে কংগ্রেস। চূড়ান্ত তালিকায় তাদের নাম লিপিবদ্ধ করতে নিখিল ভারত কংগ্রেস সংগ্রাম অব্যাহত রাখবে। করিমগঞ্জে দলীয় জেলা সদর কার্যালয় ইন্দিরা ভবনে শনিবার এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য এই হুঙ্কার দেন। 

ভট্টাচার্য বলেন, বিজেপি সমগ্র দেশে দু-মুখো রাজনীতি করে ১৩০ কোটি দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে।  এন‌আরসি-র চূড়ান্ত তালিকা থেকে ১৯ লক্ষাধিক বাদ পড়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি। এর পরও একের পর এক ভাঁওতাবাজি করে চলছে বিজেপি। একদিকে বলছে নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে হিন্দু বাঙালিদের সুরক্ষা দেবে, অন্যদিকে রাজ্যের খিলঞ্জিয়াদের বলছে তাঁদের নিরাপত্তা ‌ও ভবিষ্যৎ সুরক্ষার জন্যই এই বিল আনা হচ্ছে। এতেই প্রমাণিত, বিজেপি দু নৌকায় পা দিয়ে চলছে। দেশের সকল “অনুপ্রবেশকারী রাহুল গান্ধীর খুড়তুতো ভাই” ঝাড়খণ্ডের চক্রধরপুর ও বাহারগোরে নির্বাচনি জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই মন্তব্যের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য আজকের সাংবাদিক সম্মেলনে বলেন, দেশের প্রত্যেক মা ও বাবা রাহুল গান্ধীর মাতা-পিতা। প্রত্যেকেই রাহুল গান্ধীর ভাই-বোন। দেশের ১৩০ কোটি জনগণকে রাহুল গান্ধী নিজের পরিবারের সদস্য হিসাবে গণ্য করেন। কংগ্রেস এই শিষ্টাচারে বিশ্বাসী। কারণ বিজেপি জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করে। আর কংগ্রেস “বিভেদের মাঝে মিলন মহান” এই মন্ত্রে বিশ্বাসী। 

অপূর্ব ভট্টাচার্য বলেন, দেশের জনগণ যাতে নিজের অধিকার নিয়ে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা করতে কংগ্রেস দায়বদ্ধ। এনআরসি-র নামে বিজেপি রাজ্যের হিন্দু বাঙালিদের অপমান করছে, তা যে-কোনো সভ্য সমাজের কাছে অত্যন্ত লজ্জাজনক। এন‌আরসি-র মাধ্যমে রাষ্ট্রহীন করে পুনরায় নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে নাগরিকত্ব প্রদানের মতো ভাওতাবাজি একমাত্র বিজেপি‌ দল‌ই করতে পারে। কারণ তাদের কথায় আর কাজের মধ্যে কোনও মিল নেই। এন‌আরসি থেকে বাদ পড়াদের হৃত সম্মান ফিরিয়ে দিতে নিখিল ভারত কংগ্রেস সংসদের ভিতরে ও বাইরে আন্দোলন অব্যাহত রাখবে। নাগরিকত্ব সংশোধনী বিলের প্রবল বিরোধিতা করে যাবেন তাঁরা, তা কংগ্রেসের স্পষ্ট সিদ্ধান্ত বলে জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য। 

কেন্দ্র ও রাজ্য সরকারের অপশাসন, দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সজাগ করতে চলতি মাসের ১৩ তারিখ দিল্লির যন্তর-মন্তর এবং ১৪ তারিখ রামলীলা ময়দানে নিখিল ভারত কংগ্রেস এক বিশাল প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছে। এবং চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে অসমের আনাচে-কানাচে পদযাত্রা বের করবে প্রদেশ কংগ্রেস। কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী বিভিন্ন নীতি জনগণের দুয়ারে-দুয়ারে পৌঁছতে কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী ও সমর্থকদের আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য।  এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক (প্রশাসনিক) সুব্রত দেব, প্রাক্তন জেলা সভাপতি রজত চক্রবর্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news