এই গাড়িগুলিকে রাজ্যের ১১৪টি কেন্দ্রে পাঠানো হবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই ফায়ার বল এবং অগ্নি নির্বাপক রোবটের উদ্বোধন করা হবে| যা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে তা আনা হবে
পশ্চিমবঙ্গের উন্নয়নে নয়া মোড়| এবার থেকে অত্যাধুনিক পদ্ধতিতে আগুন নেভানো হবে| শনিবার পশ্চিমবঙ্গ দমকল এবং জরুরি দফতরের পক্ষ থেকে ৫০টি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন দমকলের ইঞ্জিন এবং ৩টি ফোম পরিবহনকারী গাড়ি উদ্বোধন করা হল|
এই অত্যাধুনিক গাড়িগুলির মধ্যে ৩০টি ১৪,০০০ লিটার জল এবং ২০টি ২৫০০ লিটার জল ধারণ করতে সক্ষম| এদিন এই গাড়ি গুলির উদ্বোধন করেন রাজ্যের দমকল এবং জরুরি দফতরের মন্ত্রী সুজিত বসু, মন্ত্রী পূর্ণেন্দু বসু এবং দমকল ডিজি আই পি এস জগমোহন|
দমকল মন্ত্রী সুজিত বসু জানান, “এই গাড়িগুলিকে রাজ্যের ১১৪টি কেন্দ্রে পাঠানো হবে। পাশাপাশি কিছুদিনের মধ্যেই ফায়ার বল এবং অগ্নি নির্বাপক রোবটের উদ্বোধন করা হবে| যা স্বল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে তা আনা হবে”| অগ্নি নির্বাপণ পরিষেবাকে আরও আধুনিক করার লক্ষ্যেই আনা হচ্ছে রোবট। পাশাপাশি, কলকাতা শহরের বহুতল ইমারতের সংখ্যা বাড়ার সাথেই বিপদের ঝুঁকিও বাড়ছে। দ্যা ৪২-এর মত বহুতলে আগুন লাগলে, তা মোকাবিলার জন্য আনা হচ্ছে ড্রোন। দুটি ড্রোন থাকবে দমকল দফতরের কাছে|
সুজিতবাবু জানান, ৫৩টি গাড়ি আনতে খরচ হয়েছে মোট ষোলো কোটি একাত্তর লক্ষ তিরানোব্বই হাজার ছয়শ টাকা। আগামী দিনে শহর তথা রাজ্যকে আরও নতুন প্রযুক্তি উপহার দিতে পারবেন বলে আশাবাদী মন্ত্রী|