এবার ট্রেনের গতিবিধির উপর নজরদারি চালাবে ইসরো

< 1 - মিনিট |

পথে ট্রেন কোথায় দাঁড়িয়ে পড়ল কোন স্টেশনেই বা পৌঁছাল এমনকি ট্রেনের গতি সব বিষয়ই জানান দেবে রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম।

কে আর সি টাইমস ডেস্ক

ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে এবার নয়া ব্যবস্থা নিলো পূর্ব রেল। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো)-র  মাধ্যমে এবার থেকে ট্রেনের গতিবিধির উপর নজরদারি চালানো হবে। ট্রেনের গতিবিধির উপর নজর রাখতে ট্রেনগুলিতে রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম নাম জিপিএস মেশিন বসাবে। নতুন বছর থেকেই চালু হবে  এই ব্যবস্থা। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে  আগামী বছরের মধ্যেই পূর্ব রেলের সবকটি ট্রেনে এই ব্যবস্থা চালু হবে। এই পরিষেবায়  ইসরো তার কৃত্রিম উপগ্রহর মাধ্যমে ট্রেনের গতিবিধির উপর নজর রাখবে ও খবর পৌঁছে দেবে। যাত্রীরা  সহজেই ট্রেনের অবস্থান সম্বন্ধে আবগত হতে পারবেন। এমনকি পথে ট্রেন কোথায় দাঁড়িয়ে পড়ল কোন স্টেশনেই বা  পৌঁছাল এমনকি ট্রেনের  গতি সব বিষয়ই জানান দেবে রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news