এবার পুজোয় আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন ‘দশম কক্ষপথ’ পত্রিকার

< 1 - মিনিট |

সকল শিল্পীর সৃষ্টি স্থান পাবে দশম কক্ষপথ পত্রিকার পুজো সংখ্যা ‘জাগো দুর্গা – অসুর মর্দিনী’ সংকলন গ্রন্থে

কে আর সি টাইমস ডেস্ক

কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে শারদীয়া উৎসবের। বাপের বাড়ি আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন মা দুর্গা। মর্ত্যেও ছড়িয়ে পরেছে তার রেশ। উদ্যোক্তারা নেমে পড়েছেন নানা পরিকল্পনা নিয়ে। মণ্ডপ ও প্রতিমা নির্মাণ নিয়ে ব্যস্ততা এখন তুঙ্গে। থিম পুজোর যুগে পাড়ায় পাড়ায় নানান প্রতিযোগিতার আয়োজন করা উদ্য়োক্তাদের অন্যতম বৈশিষ্ট। নাচ-গান-কবিতা-অঙ্কন প্রতিযোগিতা শ্রীবৃদ্ধি করে শারদীয়া উৎসবের। আসন্ন পুজোতেও এই ধারার পরিবর্তন তো হচ্ছেই না বরং কিছু ক্ষেত্রে কলেবরে আরও বেড়ে ওঠার প্রতিশ্রুতি দিচ্ছে। এবারই দুর্গা পুজো উপলক্ষে এবার অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক অঙ্কন প্রতিযোগিতা। 
‘দশম কক্ষপথ’ পত্রিকা এবার আয়েজন করছে সারা পৃথিবী ব্যাপী এক অঙ্কন প্রতিযোগিতা। উদোক্তারা জানিয়েছেন, সকল শিল্পীর সৃষ্টি স্থান পাবে দশম কক্ষপথ পত্রিকার পুজো সংখ্যা ‘জাগো দুর্গা – অসুর মর্দিনী’ সংকলন গ্রন্থে। বিষয় ভিত্তিক অঙ্কন প্রতিযোগিতায় থাকছে সেরার সেরা নির্বাচন, বিশেষ সম্মাননা প্রভৃতি। 
বিষয় ভিত্তিক সব ক’টি সৃষ্টির প্রকাশের পর সকলের ছবির কপিরাইট সংরক্ষণ করা হবে শিল্পীর নামে। নিয়মাবলীতে জানানো হয়েছে, প্রতিযোগীদের মেইল মারফত ছবি পাঠাতে হবে artculture.sristi@gmail.com অ্যাকাউন্টে। ছবির বিষয় – জাগো দুর্গা। ছবি পাঠানোর শেষ দিন – ০১/০৮/২০১৯।

শিল্পীর ফোন নম্বর এবং ঠিকানা বাধ্যতামূলক। প্রতিটি ছবি ল্যান্ডস্কেপ হতে হবে।

প্রযোজ্য শর্তাবলী- শিল্পীকে নিজের নাম রেজিস্ট্রেশন হেতু ১৫০/- টাকা জমা দিতে হবে। প্রতি শিল্পীকে রেজিস্ট্রেশন বাবদ অর্থের বিনিময়ে দশম কক্ষপথ-এর পুজো সংখ্যা – জাগো দুর্গা – অসুর মর্দিনী বই দেওয়া হবে। সকল শিল্পীর ছবিই ওই বইতে প্রকাশিত হবে। মেইল আইডিতে ছবি এলেই সেই শিল্পীকে একাউন্ট নম্বর দিয়ে দেওয়া হবে, যাতে তিনি অর্থ জমা করতে পারবেন। 

পুরস্কার- তিনজন শিল্পীকে বেছে নেওয়া হবে সেরার সেরা শিল্পী হিসেবে। প্রথম শিল্পীর ছবি বইয়ের প্রচ্ছদ হিসাবে স্থান পাবে। তার সঙ্গে শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। দ্বিতীয় স্থানাধিকারী শিল্পীর ছবি বইয়ের পিছনের প্রচ্ছদ হিসাবে স্থান পাবে। সঙ্গে শিল্পীকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। তৃতীয় স্থানাধিকারী শিল্পীর ছবি সূচনা পৃষ্ঠায় স্থান পাবে।শিল্পীপী সঙ্গে বিশেষ সম্মাননাও প্রদান করা হবে। বাকি সব শিল্পীর ছবি বইতে স্থান পাবে। সকলকে অবশ্যই সম্মাননা প্রদান করা হবে। 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news