অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা করলো রাজ্য সরকার
অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য সুখবর| অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের উৎসব ভাতা দেওয়ার ব্যবস্থা করলো রাজ্য সরকার|আজ শুক্রবার অর্থ দফতরের তরফে সে কথা ঘোষণা করা হল |
কয়েকদিন আগেই সরকারি কর্মীদের উৎসব ভাতা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ভাতা পেনশনভোগীদের জন্য । শুক্রবার অর্থ দফতরের তরফে জানানো হয়েছে,২৬০০০-এর কম পেনশন পান যাঁরা, তাঁদের জন্য এই ভাতা দেওয়া হবে। যে কর্মী যে ধর্মের, তিনি তাঁর নিজস্ব উৎসবের সময় ২১০০ টাকা করে ভাতা পাবেন। রমজানের সময় মুসলিম কর্মীরা বা পুজোর সময় হিন্দু কর্মীদের সেই ভাতা দেওয়া হবে। নির্বাচনী আচরণ বিধি উঠতেই ঈদ উপলক্ষ্যে সরকারি কর্মীদের জন্য বোনাসের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঈদের আগে রাজ্যের মুসলিম কর্মচারিরা চার হাজার টাকা করে বোনাস পাবেন। নবান্ন থেকেই একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
যে সব সংখ্যালঘু রাজ্য সরকারি কর্মচারির বেতন প্রতি মাসে সর্বাধিক ৩০ হাজার টাকা, তাঁরা এই অ্যাড হক বোনাসের জন্য আবেদন করতে পারবেন। এই বোনাস অন্যান্য সম্প্রদায়ের কর্মচারিরাও পাবেন। তবে এই বোনাসের জন্য সংশ্লিষ্ট কর্মীকে নিজের অফিসে আবেদন করতে হবে।