প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের সম্পুর্ন বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ কেটেরেক্ট শনাক্তকরণ, ঔষধ ও চশমা বিতরণ
হাইলাকান্দি : বরাক উপত্যকার হাইলাকান্দি জিলার লালা ব্লকের আওতায় লালা চন্দ্রপুরে ওএনজিসি কাছাড় শিলচর এর উদ্যোগে এবং বরাক উপত্যকার সিএসআর প্রকল্প বাস্তবায়নে অগ্ৰনি বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরেল ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস অরগেনাইজেশন ( আরডিএসএসও) এর সহায়তায় সহ জিলা স্বাস্থ্য সমিতি ও জিলা অন্ধত্ব নিবারণ সমিতির সক্রিয় সহযোগিতায় এক চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হয়েছে ।
এতে লালা চন্দ্রপুর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে আগত প্রায় দুই শতাধিক চক্ষু রোগীদের সম্পুর্ন বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ কেটেরেক্ট শনাক্তকরণ, ঔষধ ও চশমা বিতরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। ওএনজিসি এর কাছাড় শিলচর এর এসেট ম্যানেজার আসিত কুমার ঘোষ, ইনচার্জ এইচ আর ম্যানেজার শ্রী সুশান্ত রায় ও ওএনজিসি কাছাড় শিলচর এর অন্যান্য কর্মকর্তা সহ আরডিএসএসও সংস্থার মূূূখ্য কর্মকর্তা শাহেদ চৌধুরী ও স্থানীয় সমাজকর্মীদের মধ্যে প্রাক্তন শিক্ষাবিদ স্বপন রায়, মনোয়ার হোসেন চৌধুরী, হেল্প ফাউন্ডেশনের সারিমুল আলম লস্কর ডঃ সুমনা দাস, মনীষ দাস , এস এম মাটেল ও তাহের আহমেদ এর উপস্থিতিতে শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
সভায় তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন ( ওএনজিসি) এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা ( সিএসআর) প্রকল্পের আওতার এই মহৎ উদ্যোগের বিস্তারিত তথ্য তুলে ধরেন ওএনজিসি এএএফবি শিলচর এর এসেট ম্যানেজার আসিত কুমার ঘোষ সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শাহেদ চৌধুরী, স্বপন রায় প্রমুখ।