কড়া হচ্ছে যানবাহন আইন, অনস্পট জরিমানা

< 1 - মিনিট |

নিয়মের বাইরে অতি বেগে গাড়ি চালালে ট্ৰ্যাফিক পুলিশের হাতে তুলে দিতে হবে। ১০০০ থেকে ২০০০ পর্যন্ত জরিমানার টাকা রুরিকালীন যানবাহনকে রাস্তা ছেড়ে না দিলে অথবা সংশ্লিষ্ট চালকের লাইসেন্স না থাকে তা-হলে ১০,০০০ টাকা পৰ্যন্ত জরিমানা ভরতে হবে

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি মহানগরের পাশাপাশি গোটা অসমের যানবাহন চালকদের এখন থেকে সজাগ থাকতে হবে। দুরন্ত গতিতে এবং লাইসসেন্স ছাড়া যাঁরা গাড়ি চালান তাদের আরও বেশি কান খাঁড়া রাখতে হবে। কারণ রাস্তাষ় ধরা পড়লে এ-ধরনের গাড়ি বা বাইক চালকদের অনস্পট জরিমানা ভরতে হবে। নিয়মের বাইরে অতি বেগে গাড়ি চালালে ট্ৰ্যাফিক পুলিশের হাতে তুলে দিতে হবে ১০০০ থেকে ২০০০ পর্যন্ত জরিমানার টাকা।
জানা গেছে, ইতিমধ্যে কেন্দ্ৰীয় ক্যাবিনেট যানবাহন (সংশোধনী) বিলে অনুমোদন জানিয়েছে। দেশে বৰ্তমানে প্রচলিত যানবাহন আইনকে সংশোধন করে কেন্দ্ৰীয় ক্যাবিনেট যানবাহন আইনে কঠোর কাৰ্যব্যবস্থা হাতে নিয়েছে। কেন্দ্ৰীয় ক্যাবিনেটে অনুমোদিত যানবাহন (সংশোধনী) বিলে বলা হয়েছে, জরুরিকালীন যানবাহনকে রাস্তা ছেড়ে না দিলে অথবা সংশ্লিষ্ট চালকের লাইসেন্স না থাকে তা-হলে ১০,০০০ টাকা পৰ্যন্ত জরিমানা ভরতে হবে।
এছাড়া, প্ৰয়োজনের বেশি নিয়মবহির্ভূতভাবে মাল বহনকারী গাড়িকে ২০,০০০ টাকা, বিমা বিহীন এবং হেলমেট পরিধান না করে দু-চাকার বাহন চালালে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, দেশে কড়া যানবাহন আইন না থাকার জন্য প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হচ্ছে অসংখ্যজনের। এছাড়া মাত্রারিক্ত পণ্য বোঝাইয়ের ফলে একদিকে যেমন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে রাস্তাঘাটেরও।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news