কলকাতাবাসীদের জন্য খুব শিঘ্রই এই সুখবর আনতে চলেছে কলকাতা পুলিশ | এই নতুন সিস্টেমে ১৮০ সেকেন্ডের পরিবর্তে ৯০-১২০ সেকেন্ড খোলা-বন্ধ করা হবে সিগন্যাল
এবার আর বেশিক্ষণ ধরে রাস্তায় আটকে থাকতে হবে না সিগনালের গেরোয় | কমতে চলেছে ট্রাফিক সিগন্যালের
সময়সীমা | কলকাতাবাসীদের জন্য খুব শিঘ্রই এই সুখবর আনতে চলেছে কলকাতা পুলিশ | সম্প্রতি লালবাজারে ২৫টি ট্রাফিক গার্ডের আধিকারিকদের নিয়ে বৈঠক স্থির হয় এই সিদ্ধান্ত । রবিবার এমনটাই জানা যায় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে | এই নতুন সিস্টেমে ১৮০ সেকেন্ডের পরিবর্তে ৯০-১২০ সেকেন্ড খোলা বন্ধ করা হবে সিগন্যাল। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কয়েকটি মোড়ে সিগন্যালের সময় কমানো হবে শুরু হয়ে গেছে । ১০ দিন চলবে এই পরীক্ষামূলক অভিযান | এই পাইলট প্রোজেক্ট সফল হলে আগামীদিনে কমানো হবে বড় ক্রসিংয়ে সিগন্যালের সময়। আপাতত রাত ১০ টা থেকে পরীক্ষামূলকভাবে বেশ কয়েকটি সিগন্যালে সময় কমানো শুরু হয়েছে । ইএম বাইপাস, সিআর অ্যাভিনিউ,এমজি রোড ক্রসিং, রুবি ক্রসিংয়ে রাত ১০টা থেকে এই সিগন্যালিং সিস্টেম বদল করা হচ্ছে ।
এদিন এবিষয়ে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক আধিকারিক জানান, বর্তমানে যে সিগন্যালিং পদ্ধতি রয়েছে, তাতে কিছু সমস্যা হচ্ছে । তাই গাড়ি চলাচলকে আরও বেশি করে মসৃণ করতেই সিগন্যালিংয়ে কিছু বদল আনা হচ্ছে । বর্তমানে তিনভাবে ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রিত হয় । এক, রিয়েল টাইম সিস্টেম । দুই, প্রতি ঘণ্টায় কোথা দিয়ে কত গাড়ি যাচ্ছে তা দেখে । আর তৃতীয়ত দেখা হয় ট্রাফিক ফ্লো দেখে । নয়া প্রযুক্তিতে আন্ডারগ্রাউন্ড ইন্ডাকশন লুপ সেন্সর ব্যবহার করে দেখে নেওয়া যাবে কোন রাস্তায় কোন সিগন্যালে কত গাড়ি রয়েছে । সেই অনুযায়ী অটোমেটিক্যালি সিগন্যাল বন্ধ হবে-খুলবে । আর তাতে যানজটের সমস্যা অনেকটাই এড়ানো যাবে।