কমিশনের আঞ্চলিক কার্যালয় স্থাপিত হল কলকাতায়
পূর্বাঞ্চলে সংশ্লিষ্ট সকল অংশীদারের সঙ্গে যোগসূত্র বাড়াতে এবং প্রয়োজনীয় কাজকর্মের সুবিধার জন্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (সিসিআই) তাদের পূর্বাঞ্চলীয় কার্যালয়টি সম্প্রতি স্থাপন করল কলকাতায়। সিসিআই-এর চেয়ারপার্সন অশোক কুমার গুপ্তা জানিয়েছেন যে বাজারের অস্থিরতা বা ওঠা-নামা কমিশনের কাজে কোনরকম বাধা হয়ে দাঁড়াবে না বলেই তিনি মনে করেন। কলকাতায় সিসিআই-এনইউজেএস বক্তৃতামালার সূচনা উপলক্ষে তিনি শহরে উপস্থিত ছিলেন।
সাম্প্রতিককালে ডিজিটাল পদ্ধতির প্রসার এবং তার ওপর নির্ভরতার কারণে কমিশনের কাজকর্মে ডিজিটাল পদ্ধতির প্রয়োগ ও প্রসারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা ও সম্ভাব্যতার দিকটি খতিয়ে দেখে এই ধরনের অত্যাধুনিক পদ্ধতির প্রয়োগ ও প্রসারের দিকে বিশেষভাবে নজর দেওয়া হবে বলে তিনি প্রসঙ্গত জানিয়েছেন।
গুপ্তা জানিয়েছেন, সংশ্লিষ্ট অংশীদাররা এখন থেকে তাঁদের প্রয়োজনীয় তথ্য পেশ করতে পারবেন সিসিআই-এর আঞ্চলিক কার্যালয় থেকে। অরুণাচল প্রদেশ, আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাজকর্ম দেখাশোনা করা হবে কলকাতার কার্যালয় থেকে।
Advertisements | 5E For Success