পিকে রাযের অসুস্থতার জন্য ৩০ জুলাই সেমিনার হচ্ছে না
করিমগঞ্জ – ইংরাজি সাপ্তাহিক বরাক ক্রনিকল পত্রিকার উদ্যোগে এবং করিমগঞ্জ জেলা প্রেসক্লাবের সহায়তায় আগামী ৩০ জুলাই যে সেমিনার অনুষ্ঠিত হবার কথা ছিল -তা পিছিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রেসক্লাবের সভাপতি তথা বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার উপ সভাপতি পি কে রায় হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় এই তারিখ পিছিয়ে দিতে হয়েছে।এখন এই সেমিনার আগষ্ট মাসের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
উল্লেখ্য যে পিকে রায়ের সম্পাদনায় ২০০২ সালে বরাক ক্রনিকল পত্রিকার যাত্রা শুরু হয়েছিল। কিন্তু মধ্যে কিছু দিন পত্রিকাটির প্রকাশ বন্ধ থাকে ।এখন ওই সেমিনারের দিনে পত্রিকাটি নব পর্যায়ে প্রকাশনা শুরু করবে।