করিমগঞ্জে ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩ পাচারকারী

< 1 - মিনিট |

এদিনের অভিযানের সময় বলেরো কেম্পাস গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ ২০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

করিমগঞ্জ : আবারও ড্রাগসের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশের বড়সড় সাফল্য । লামাজুয়ার বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ৩ পাচারকারী । আজ গোপন খবরের ভিত্তিতে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ ৬৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের উপর অভিযানে নেমে আই জি পি ও করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা উদ্ধার করে বৃহৎ সফলতা লাভ করে। এদিনের অভিযানের সময় বলেরো কেম্পাস গাড়িতে তল্লাশি চালিয়ে ২০ লক্ষ ২০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ ।

অন্যদিকে এই বৃহৎ ড্রাগস পাচারকারী সঙ্গে জড়িত থাকা তিন পাচারকারীরা হলেন, ত্রিপুরার খাইরুল হোসেন, মামুন মিয়া ও নবীর হোসেন। পরে পুলিশ এই তিন পাচারকারীকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় এবং এই টানা জিঞ্জাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ বলে যানা যায় ।পাশাপাশি এই বৃহৎ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়া পাচারকারীর সঙ্গে আরো কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে করিমগঞ্জ পুলিশ।

Advertisement@KRC TIMES_Advt

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *