খসড়া প্রত্যাহারের দাবিতে গণ ধর্না কার্যসূচি পালন করল সিটিজেন্স রাইট প্রোটেকশন কো-অর্ডিশেন কমিটির সদস্যরা
করিমগঞ্জ : রাজ্যের লোকসভা ও বিধানসভা ডিলিমিটেশনে নির্বাচনে কমিশন বেআইনিভাবে চাপিয়ে দেওয়া খসড়া প্রত্যাহারের দাবিতে গণ ধর্না কার্যসূচি পালন করল সিটিজেন্স রাইট প্রোটেকশন কো-অর্ডিশেন কমিটির সদস্যরা। অপ্রত্যাশিত ডিলিমিটেশন খসড়া তালিকা প্রকাশের বিরুদ্ধে বুধবার করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্না সেডে প্রায় চার ঘণ্টা ধর্না কার্যসূচি পালন করেন সি আর পি সি সি-র সদস্যরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমিটির সদস্যরা